পাচার রুখতে আসানসোল-রানিগঞ্জে সক্রিয় সিআইডি

গ্রেফতার বিজেপি-ঘনিষ্ঠ কয়লা মাফিয়া

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বেআইনি কয়লা পাচারের (Coal Smuggling) অভিযোগে বিজেপি-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃত ওই ব্যবসায়ীর নাম যোগেন্দ্র ওরফে মনু সাহা। পশ্চিম বর্ধমানের কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝার ডান হাত বলে পরিচিত মনু সাহার ঠিকাদারি সংস্থা ছাড়াও রয়েছে পরিবহণ ব্যবসা। রাজু ঝা গত বছর বিজেপির প্রকাশ্য জনসভার মঞ্চে গেরুয়া শিবিরে যোগ দেয়। তখন থেকেই রাজুর ছায়াসঙ্গী মনু সাহাও বিজেপির ঘনিষ্ঠ হয়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুন প্রায় ৫০ টন অবৈধ কয়লা বোঝাই দু’টি ডাম্পার রানিগঞ্জে ধরা পড়ে। আসানসোলের কালীপাহাড়ি থেকে ডাম্পার দু’টিকে অনুসরণ করে সিআইএসএফ। রানিগঞ্জে সে দু’টিকে ধরে সিআইএসএফ আধিকারিক মনোজ সাহা বুঝতে পারেন, সেগুলিতে অবৈধ কয়লা রয়েছে। ডাম্পার দু’টিকে রানিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এর পরে তদন্তে নেমে পুলিশ ও সিআইএসএফ দেখে, ডাম্পার দু’টিরই নম্বর প্লেট ভুয়ো। সে দু’টির রানিগঞ্জের একটি কারখানায় যাওয়ার কথা ছিল বলে দাবি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা যোগেন্দ্র এই অবৈধ কয়লা পাচারের ‘কিংপিন’। পুলিশের দাবি, ধৃত জেরায় তাদের কাছে স্বীকার করেছে, গত কয়েক মাস ধরে তাদের একটি ‘সিন্ডিকেট’ এই কারবার চালাচ্ছে। নিয়মিত ভাবে ডাম্পারের নম্বর প্লেট পাল্টে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে বীরভূম, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার বিভিন্ন কারখানায় এই কয়লা পাঠানো হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, ঝাড়খণ্ডের বিভিন্ন খনি থেকে কয়লা পাচার (Coal Smuggling) করে পশ্চিমবঙ্গে আনা হচ্ছে। গত ৪ জুলাই জামুড়িয়ার কুনস্তরিয়ায় কয়লা মাফিয়া সুমিত মণ্ডল ওরফে জয়ন্তর বাড়িতে জামুড়িয়া থানার পুলিশ হানা দিয়ে তাঁর গ্যারাজে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে প্রায় দু’কোটি ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। গাড়িটি ছিল রানিগঞ্জের কয়লা ব্যবসায়ী অবিনাশ সিংহের। এর প্রায় ১৫ দিনের মাথায় অবৈধ কয়লার কারবারে যুক্ত থাকার অভিযোগে শিল্পাঞ্চলের চার কয়লা ব্যবসায়ী ওমপ্রকাশ আগরওয়াল, যুধিষ্ঠির ঘোষ, অভিষেক সিংহ ও বিজয় সিংহকে হেফাজতে নেয় সিআইডি। তবে এখনও অধরা সুমিত ও অবিনাশ। এই ঘটনার দিনকয়েক আগে সিআইডির আধিকারিকরা পাণ্ডবেশ্বর থানার নবগ্রামে কয়লা মাফিয়া শেখ মাইজুলের অফিস ও বাড়িতে তল্লাশি চালায়। পুলিশের অনুমান, ধৃত ও পলাতক কয়লা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রয়েছে যোগেন্দ্ররও। পুলিশ জানায়, বরাকরের ডুবুরডিহি চেকপোস্টে পশ্চিমবঙ্গমুখী কয়লার গাড়ি প্রবেশের উপরে আরও বেশি সতর্কতা জারি করা হয়েছে। তদন্তের স্ক্যানারে আনা হচ্ছে ট্রাক ও ডাম্পারে লাগানো নম্বর প্লেটগুলিও।

আরও পড়ুন: নথি সংরক্ষণে পুরসভার অত্যাধুনিক আর্কাইভ

Latest article