বাংলার ফর্মুলাকে কাজে লাগিয়ে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় মহিলা ভোটকে টার্গেট করেছে তৃণমূল। বিজেপি শাসিত বিপ্লব দেবের রাজ্যে ঘাসফুল ফোটাতে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ভরসা সেই মা-বোনরাই। এবং এখন থেকেই ত্রিপুরায় সেই কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল।
আরও পড়ুন-“এখন থেকে দু’মাস অন্তর দিল্লিতে আসব”, কলকাতায় ফেরার আগে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে ঢেলে সাজাতে ও একাধিক কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহে ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মেন্টর আগরতলায় পৌঁছে গিয়েছিলেন। এরপর সেখানে যান রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান এবং তৃণমূল সাংসদ তথা মহিলা শাখার প্রধান কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, ত্রিপুরায় তৃণমূলের মহিলা শাখার নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন কাকলি ঘোষ দস্তিদার। আগামিদিনে ত্রিপুরায় মহিলাদের নিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের।
I went to Ma Tripureswari mandir today to pray for the people of #Tripura and India @MamataOfficial @abhishekaitc @ANI pic.twitter.com/MSC8TbQgt0
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) July 30, 2021
নিজের রাজনৈতিক কর্মসূচির ফাঁকেই শুক্রবার সকালে ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে ছিলেন স্থানীয় বেশকিছু নেতা-কর্মী। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি। একইসঙ্গে টুইটারে কাকলি লেখেন, ”আজ মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিলাম। ত্রিপুরার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জন্য প্রার্থনা করলাম।”
আরও পড়ুন-সংসদে অস্থিরাবস্থার জন্য দায়ী মোদি-শাহ সরকার, তোপ দাগলেন ডেরেক
বৃহস্পতিবার এই মন্দিরেই ত্রিপুরা ও বাংলার মা-মাটি-মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার মমতা ও অভিষেকের মঙ্গল কামনায় পুজো দিলেন কাকলি ঘোষ দস্তিদার। আগামী সোমবার আগরতলায় যাওয়ার কথা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।