Tokyo Olympics : সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ

Must read

টোকিও অলিম্পিক্সের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ। এদিন তিনি হেরে গেলেন জার্মানির আলেকজান্ডার জেরেভের কাছে। ম‍্যাচের ফলাফল ৬-১, ৩-৬, ১-৬। ফলে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা অধরাই রয়ে গেল জোকোভিচের।

আরও পড়ুন-“এখন থেকে দু’মাস অন্তর দিল্লিতে আসব”, কলকাতায় ফেরার আগে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

একই বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন এবং অলিম্পিক্স সোনা জিতলে তাকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন জিতেছেন জোকোভিচ। তাই আপামর টেনিস প্রেমীর নজর ছিল টোকিও অলিম্পিক্সের দিকে। এখানে সোনা জেতার পরই ইউএস ওপেনে সোনা জিতলেই গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে যেত জোকোভিচের। কিন্তু অলিম্পিক্সে সেমিফাইনাল থেকে ছিটকে যেতেই গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম অধরাই রয়ে গেল জোকারের।

আরও পড়ুন-সংসদে অস্থিরাবস্থার জন্য দায়ী মোদি-শাহ সরকার, তোপ দাগলেন ডেরেক

টেনিস বিশ্বে একমাত্র স্টেফি গ্রাফের ঝুলিতেই রয়েছে গোল্ডেন স্লামের রেকর্ড। যদিও টোকিও অলিম্পিক্সে সোনা না পেলেও, ব্রোঞ্জ পদক জেতার  সম্ভাবনা রয়েছে জোকোভিচের সামনে। ব্রোঞ্জ পদকের জন‍্য ক্যারেনো বুস্তার মুখোমুখি হবেন জোকার।

Latest article