বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক কম ভ্যাকসিন পেয়েছে বাংলা, মিলেছে প্রমাণ

Must read

বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক কম ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলাকে। এমনটাই শুরু থেকেই বলে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার প্রমাণ হাতেনাতে পাওয়া গেল। এদিন সংসদে মালা রায়ের করা এক প্রশ্নের উত্তরে তার প্রমাণ মিলল।

আরও পড়ুন-“এখন থেকে দু’মাস অন্তর দিল্লিতে আসব”, কলকাতায় ফেরার আগে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সম্প্রতি সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চান, চলতি বছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত বাংলা-সহ অন্যান্য রাজ্যগুলিকে কী পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে? তৃণমূল সাংসদের ওই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত ও গুজরাট, কর্নাটক এমনকী মহারাষ্ট্রের চেয়েও অনেক কম ভ্যাকসিন পেয়েছে পশ্চিমবঙ্গ।

আয়তন ও জনসংখ্যার বিচারে বাংলার যে পরিমাণ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল তা পায়নি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেন্দ্র পশ্চিমবঙ্গকে ২ কোটি ২৮ লক্ষ টিকা পাঠিয়েছে। যার মধ্যে এক কোটি ৯৭ লাখ ৫৭ হাজার ৭১০ কোভিশিল্ড এবং ৩১ লাখ ০১ হাজার ৫০ কোভ্যাক্সিন।

আরও পড়ুন-সংসদে অস্থিরাবস্থার জন্য দায়ী মোদি-শাহ সরকার, তোপ দাগলেন ডেরেক

অন্যদিকে, বঙ্গ-বিজেপির পক্ষ থেকে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার ভ্যাকসিন অপচয়ের অভিযোগ তোলা হয়েছে। কিন্তু, সেই অভিযোগের যে কোনও সারবত্তা নেই কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক তা স্বীকার করে নিয়েছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক সংসদে জানিয়েছে, তামিলনাড়ুর পর কোন রাজ্য যদি সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন দিয়ে থাকে তবে সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যান থেকেই আরও একবার স্পষ্ট হল, নরেন্দ্র মোদি সরকার বাংলাকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও বঞ্চনা করে চলেছে।

 

Latest article