কাঁকসায় কিসান মান্ডি

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : কৃষকদের সুবিধার্থে আগামী নভেম্বর মাসেই কাঁকসা ব্লকের বিদবিহারে গড়ে উঠতে চলেছে একটি মিনি কিসান মান্ডি। এই বিষেয় সবুজসঙ্কেত দিয়েছে রাজ্যের কৃষি মন্ত্রক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। এলাকার ধানচাষিদের দীর্ঘদিনের দাবি ছিল মলানদিঘি, শিবপুর অথবা বিদবিহার এলাকায় একটি কিসান মান্ডি গড়ে তোলার যাতে সারা বছরই সেই মান্ডিতে তাঁরা তাঁদের উৎপাদিত ধান বিক্রি করার সুযোগ পান। কারণ এতদিন কৃষিপ্রধান এই বিস্তীর্ণ এলাকার ধানচাষীদের প্রায় ২০-২৫ কিলোমিটার দূরবর্তী ধানের গোলায় গিয়ে ধান বিক্রি করতে হত। বর্ষার মরশুমে প্রকৃতপক্ষে যা ছিল প্রায় অসম্ভব।

আরও পড়ুন : কালীপুজোয় আরও কমবে তাপমাত্রা

এদিকে রাজ্য সরকার চাষীদের কাছ থেকে কুইন্ট্যাল প্রতি ধানের সহায়ক মূল্য ১৬০০ টাকা দিলেও প্রান্তিক চাষীদের প্রায় কেউই সেই দাম পেতেন না। তাঁরা ফড়েদের কাছে  কুইন্ট্যাল প্রতি  ৮০০ থেকে ৯০০ চাকায় সেই ধান বিক্রি করতে বাধ্য হতেন। কাঁকসা ব্লক কিসান মোর্চার সভাপতি গিরিধারী সিনহা বলেন, ‘রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই আমরা এই এলাকায় একটি মিনি কিসান মান্ডি নির্মাণের জন্য সচেষ্ট হয়েছিলাম। এতদিনে কৃষ্ণপুরের সরকারি ভবনটি পাওয়া গেছে। সেখানেই আগামী মাসেই গড়ে উঠবে বহুদিনের অভীষ্ট মান্ডিটি। ফলে এখন থেকে এলাকার কৃষকদের ধান বিক্রির জন্য দূরে কোথাও যেতে হবে না, ফলে কৃষকদের লাভের গুড় আর ফড়েদের পেটে ঢুকবে না।’

Latest article