সংবাদদাতা, জলপাইগুড়ি : ঝড়ে (cyclone) ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ধূপগুড়ি পুরসভা। ক্ষতিগ্রস্তদের ‘হাউস ফর অল’ প্রকল্পে অগ্রাধিকার দিয়ে ঘর তৈরির টাকা আগে দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে সমস্ত রকম সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় হঠাৎ ক্ষণিকের ঝড় আছড়ে পড়ে ধুপগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায়। ব্যাপক ক্ষতি হয় ধূপগুড়ি ব্লকের গাদং ১, গাদং ২, বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা।
আরও পড়ুন-ত্রিপুরায় স্মার্টসিটি এক পশলা বৃষ্টিতেই জলের তলায়
ক্ষতিগ্রস্ত হয় ধূপগুড়ি পুরসভার কয়েকটি ওয়ার্ড। প্রচুর গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের তারে গাছ পড়ে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রচুর ঘরের ওপর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই বৃহস্পতিবার সকালেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলাশাসক অশ্বিনীকুমার রায়। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দেন। জানান, ‘গাদং ১, গাদং ২ ও বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দু-তিনটি ওয়ার্ড ও কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কত টাকার ক্ষতি, তা পরিষ্কার নয়। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাড়াতাড়ি যাতে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পান সেটি দেখা হবে।’