রেলের স্কুলে ভর্তি-রাজনীতি

আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, রেলকর্মীদের সন্তানদের বাইরে কোনও ছাত্রভর্তি করা হচ্ছে না

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের (Alipurduar) ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, রেলকর্মীদের সন্তানদের বাইরে কোনও ছাত্রভর্তি করা হচ্ছে না। এই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-কালবৈশাখীর তাণ্ডব উত্তরবঙ্গে, সক্রিয় প্রশাসন, ক্ষতিগ্রস্তদের দ্রুত ঘর তৈরির টাকা দেওয়া হবে

এবার এ নিয়ে অলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা এবং স্থানীয় বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সৌরভ বলেন, ‘বারলা এবং সুমন এই স্কুলে ভর্তি নিয়ে ষড়যন্ত্র করছে। পাশাপাশি শিক্ষায়railway সঙ্কোচন করার চক্রান্ত করছে।’

Latest article