মণ্ডপ-প্রতিমা থেকে আলোকসজ্জা বারাসতের কালীপুজোয় জোর টক্কর

Must read

সংবাদদাতা, বারাসত : মণ্ডপসজ্জায় চলছে শেষ তুলির টান। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সারা। কালীপুজো (Barasat- Kali puja) শুরুর আগেই বারাসতের মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। কালীপুজোর জ্বরে কাঁপছে বারাসত। একে অন্যকে টক্কর দিতে তৈরি পুজো উদ্যোক্তারা। বারাসতের পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম ‘রেজিমেন্ট ক্লাব’। তাদের এবারের মণ্ডপসজ্জা উঠে এসেছে পাণ্ডব-কৌরবদের হস্তিনাপুরের রাজবাড়ি। এখানে রাংতার কাজ ও অভিনব আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কাড়ছে। বারাসতের নবপল্লি বয়েজ স্কুলের মাঠে ‘আমরা সবাই’ বিগত বছরের মতো এবারও নজর কেড়েছে। তাদের মণ্ডপসজ্জায় উঠে এসেছে ইলোরার কৈলাস মন্দির। বারাসতের সন্ধানী ক্লাব এবার তৈরি করেছে ইন্দোনেশিয়ার বালির হ্রদের মধ্যে মন্দির। কংক্রিটের পিলারের উপর লোহার ব্রিজ দিয়ে হেঁটে মন্দিরে প্রবেশ করতে হবে। থাকছে সৃজনশীল আলোকসজ্জা। কেএনসি রেজিমেন্ট-এর থিম ত্রিদেবও এবার বিশেষ নজর কাড়বে। নবপল্লি ব্যায়াম সমিতির প্রতিমা এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। নপাড়া, কালীবাড়ি মোড়ে রাইজিং স্টার, কিশোর স্পোটিং ক্লাবের থিমে উঠে এসেছে আন্দামান ও জারোয়া সম্প্রদায়ের জীবন। বারাসত (Barasat- Kali puja) টাকি রোড়ের কালিকাপুর শতদলের থিম ইলোরায় শ্যামাকালী মা। নপাড়া ছাত্র সংঘ যুববৃন্দের চমক হাজার হাতের কালী প্রতিমা। বারাসত বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব তাদের মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছে বুর্জ খালিফা। এবার তারাও নজর কাড়বে। বারাসত নবপল্লি অ্যাসোসিয়েশন এবার বদ্রীনাথ মন্দিরের অনুকরণে মণ্ডপ সাজিয়েছে। বারাসত পাইওনিয়ার পার্কে পুজো মণ্ডপের থিম হ্যারি পটারের জাদুনগরী। বিদ্রোহী ক্লাবের মণ্ডপসজ্জায় আছে প্যারিসের স্টাচু অফ লিবার্টি। ফলে বারাসতের কালীপুজো উপস্থাপনা দর্শনার্থীদের মন ভরিয়ে দিতে তৈরি।

আরও পড়ুন- ৭১ বছর শ্মশানে বাঁধা তেনাদের একদিনের মুক্তি ভূতচতুর্দশীতে

Latest article