এত ছোট ঘর মুখ্যমন্ত্রীর! বিস্মিত রাজ্যপাল

অস্ত্রোপচার সেরে দেশে ফিরেই বাড়ির পুজোয় অভিষেক

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Kali Puja- Mamata Banerjee) বাড়ির কালীপুজোয় এসে বিস্ময়ে হতবাক বাংলার বর্তমান রাজ্যপাল লা গণেশন। মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপালের প্রশ্ন, এইটুকু জায়গায় থাকেন আপনি? বাড়ির কালীপুজোর তদারকি ও সিত্রাং-এর গতিবিধি সবটাই নিজে কড়া নজরে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার কালীপুজোর বিকেল গড়াতে না গড়াতেই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে একে একে হাজির রাজ্যের মন্ত্রী-বিধায়ক-নেতা-নেত্রীরা। উপস্থিত ছিলেন রাজ্যপাল লা গণেশনও। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালীঘাটের বাড়ি ঘুরিয়ে দেখান। সবটা দেখার পর রাজ্যপাল বলেন, এই বাড়িতে এইটুকু ছোট জায়গায় থাকেন বাংলার মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রীর থাকার জায়গা দেখে বিস্মিত হয়ে যান বাংলার বর্তমান রাজ্যপাল লা গণেশন। বাড়ির পুজোর মাঝেই মুখ্যমন্ত্রী দফায় দফায় খোঁজ নেন সিত্রাং-এর গতিপথের। প্রশাসনের শীর্ষস্তর থেকেও তাঁকে গতিপ্রকৃতির রিপোর্ট দেওয়া হয়।

আরও পড়ুন: পাঁশকুড়ায় বিজেপিতে বিদ্রোহ, দল ছাড়লেন মণ্ডল সভাপতি

সন্ধ্যা হতে না হতেই একে একে বৃষ্টি মাথায় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Kali Puja- Mamata Banerjee) বাড়িতে হাজির হন বিশিষ্ট ব্যক্তিরা। এরই মাঝে কালো চশমা চোখে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের নির্দেশে পুজোর হোমে অংশগ্রহণ করা যাবে না। তাই দূর থেকেই সবটা দেখা। তবে সপরিবার অঞ্জলি দিয়েছেন অভিষেক। সঙ্গে বাড়িতে আাসা অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় তো ছিলই। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের মাথায় ছুঁইয়ে দিলেন প্রদীপের আশীর্বাদি।
প্রতি বছরের মতো এবারও একে একে এলেন দলের বিধায়ক, সাংস্কৃতিক জগতের হুজ’ হুরা। কে নেই সেখানে। মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জাভেদ খান, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ডাঃ শান্তনু সেন, শুভাপ্রসন্ন। এছাড়াও এলেন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, সচিব নন্দিনী মুখোপাধ্যায়, জুন মালিয়া, নুসরত জাহান, সায়ন্তিকা, মন্ত্রী ব্রাত্য বসু, মণীশ গুপ্ত,অতীন ঘোষ, দেবাশীষ কুমার, নির্মল মাজি, দোলা সেন, মালা রায়, শশী পাঁজা, অপরূপা পোদ্দার, দেব, মিমি চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টরা। ছিলেন মুখ্যমন্ত্রীর পরিবারের প্রায় সমস্ত সদস্য।

বাড়ির বউদের সঙ্গে নিয়ে পুজোর সব কাজ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে গৃহকর্ত্রীর মতো খেয়াল রাখেন সবদিকে। সন্ধ্যার কিছু পরে উপস্থিত হন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। এর বাইরে এ বাড়িতে পুজোর দিন অনেক সাধারণ মানুষ আসেন। তাঁদেরও অভিবাদন জানান মুখ্যমন্ত্রী।

Latest article