প্রতি বছর দেশ-বিদেশের বহু ভক্ত কালীঘাট (Kalighat) মন্দির দর্শনে আসেন। যেকোন উৎসবে তিল ধরণের জায়গা থাকে না। দুশো বছরের বেশি পুরনো সেই মন্দির এবার নতুন সাজে সাজছে। তৈরি করা হচ্ছে স্কাইওয়াক। সোনার পাতে কালীঘাট মন্দিরের তিনটি চূড়া তৈরী হচ্ছে। ২০২৪-এর এপ্রিলের মধ্যেই কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষ করার পরিকল্পনা চলছে।
আরও পড়ুন-ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ
দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটে তৈরি হতে চলেছে এই স্কাইওয়াক। পয়লা বৈশাখের দিন অর্থাৎ বাংলার নতুন বছরের শুরু বলেই কালীঘাট মন্দিরে প্রচুর ভিড় হয়। এই বছরে পয়লা বৈশাখে ভিড় এড়াতে স্কাইওয়াক ব্যবহার করতে পারবেন দর্শনার্থীরা। কালীঘাট স্কাইওয়াকের কাজ ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল। ব্রিটিশ আমলের পাইপ লাইন, নিকাশির পাইপ আগের মতোই রেখে সংস্কারের কাজ এত তাড়াতাড়ি শেষ করা যাচ্ছিল না। মাঝে রিলায়েন্সকে কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়। শুধুমাত্র কালীঘাটে পরিকাঠামো তৈরির ইতিমধ্যে সরকারের ১৮ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্কাইওয়াকের জন্য সবমিলিয়ে প্রায় ১১২ কোটি টাকা খরচ অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন-গান স্যালুটে শেষ বিদায় জানানো হল উস্তাদ রাশিদ খানকে
গত বছরের জুন মাসে রিলায়েন্স গোষ্ঠী কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব পায়। নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জানান স্বয়ং মুকেশ আম্বানি। তবে সরকারের তরফে জানানো হয়েছে শুধু রিলায়েন্স নয়, রাজ্য সরকারই নতুনভাবে কালীঘাট মন্দির সাজাচ্ছে।