গান স্যালুটে শেষ বিদায় জানানো হল উস্তাদ রাশিদ খানকে

আজ, বুধবার রবীন্দ্র সদনে গান স্যালুটে বিশ্ব বিখ্যাত শিল্পী উস্তাদ রাশিদ খানকে (Rashid Khan) বিদায় জানাল তাঁর প্রিয় শহর কলকাতা।

Must read

আজ, বুধবার রবীন্দ্র সদনে গান স্যালুটে বিশ্ব বিখ্যাত শিল্পী উস্তাদ রাশিদ খানকে (Rashid Khan) বিদায় জানাল তাঁর প্রিয় শহর কলকাতা। তবে, তাঁকে সমাধিস্থ করা হবে জন্মভিটে উত্তরপ্রদেশের বদায়ুঁতে। বুধবার, ঠিক বেলা একটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় রাশিদ খানকে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নাকতলার বাড়িতে। সেখানেই বিকেল পর্যন্ত রাখা থাকবে দেহ। আজ সন্ধ্যেবেলার বিমানে বদায়ুঁতে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই শেষকৃত্য হবে।

আরও পড়ুন-যোগীরাজ্যে উদ্ধার একই পরিবারের ৫ সদস্যের মৃত.দেহ

মঙ্গলবার, বেসরকারি হাসপাতেল মৃত্যু হয় উস্তাদ রাশিদ খানের। খবর পেয়েই নবান্ন থেকে সোজা হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। গভীর শোকপ্রকাশ করেন তিনি। জানান, বুধবার রবীন্দ্র সদনে প্রয়াত সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এদিন সকালে পিস ওয়ার্ল্ড থেকে দেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। বহু দূর থেকে রাশিদ খানের ভক্তরা এসেছিলেন শ্রদ্ধা জানাতে।

আরও পড়ুন-১০০ কর্মী নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে

সূচি মেনে সেখানেই গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, সুজিত বসু, দেবাশিস কুমার-সহ অনেকেই। ছিলেন রাশিদ খানের পরিবারের লোকেরা। আগে ঠিক হয় রবীন্দ্র সদন থেকে দেহ নিয়ে যাওয়া হবে বাসভবনে। সেখান থেকে টালিগঞ্জের কবরস্থানে সমাধিস্থ করা হবে দেহ। কিন্তু রবীন্দ্র সদনেরই পরিবারের তরফে জানানো হয় তাঁরা দেহ নিয়ে জন্মভিটে বদায়ুঁতে যাবেন। সেখানেই পারিবারিক সমাধিস্থলে দেহ সমাধিস্থ করা হবে। সেই মতো বুধবার সন্ধের বিমানে শেষ বারের মতো নিজের প্রিয় শহর ছাড়বেন উস্তাদ রাশিদ খান।

Latest article