যোগীরাজ্যে উদ্ধার একই পরিবারের ৫ সদস্যের মৃত.দেহ

ত্রভেজ মহম্মদ এবং শিব ধানি নামের দুই ব্যক্তি ঠান্ডা থেকে বাঁচতে ঘরে আগুন জ্বালিয়ে রেখেছিলেন। সেই আগুন জ্বালিয়েই তাঁরা ঘুমিয়ে পড়েন।

Must read

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহার আলিপুর ভুদ গ্রামে একটি পরিবারের সাত সদস্য একসাথেই ঘুমিয়েছিলেন সেদিন। পাঁচজনের আর ঘুম ভাঙল না। বাকি দু’জনও গুরুতর অসুস্থ। এক পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ‘অঙ্গেথি’ বা কয়লা ব্রেজিয়ার ধোঁয়া থেকে শ্বাসকষ্টের ফলেই এভাবে মৃত্যু হয়েছে সেই পাঁচজনের। ঘুমের মধ্যেই মৃত্যু হয় সেই পাঁচজনের।

আরও পড়ুন-১০০ কর্মী নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে

পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার রাত থেকে সাতজনের মধ্যে কেউ বাড়ি থেকে বেরোয় নি তাই সন্দেহ হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় গ্রামবাসীরা দরজা ভেঙে সেখানে ঢোকেন। এরপরই তারা দেখেন পরিবারের সাত সদস্য অচেতন অবস্থায় পড়ে আছেন। সাতজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত পাঁচজন হলেন- সোনম (১৯ বছর বয়স), ওয়ারিস (১৭ বছর বয়স), মেহক (১৬ বছর বয়স), জায়েদ (১৫ বছর বয়স) এবং মাহির (১২ বছর বয়স)। পুলিশ যদিও জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত করা হবে।

আরও পড়ুন-আত্মজীবনীতে চমক থাকবে : ওয়ার্নার

প্রসঙ্গত, গত শনিবার উত্তরপ্রদেশের হিসার সেনানিবাসের কাছে একটি রেলওয়ে কলোনিতে দু’জনের মৃত্যু যায়। ত্রভেজ মহম্মদ এবং শিব ধানি নামের দুই ব্যক্তি ঠান্ডা থেকে বাঁচতে ঘরে আগুন জ্বালিয়ে রেখেছিলেন। সেই আগুন জ্বালিয়েই তাঁরা ঘুমিয়ে পড়েন। জানা যায় ঘুমন্ত অবস্থাতেই শ্বাসকষ্টের কারণে দু’জনের মৃত্যু হয়।

Latest article