কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগ, ডিরেক্টরকে তলব করল সিআইডি

কল্যাণী এইমস নিয়োগ-দুর্নীতি মামলায় এবার ডেকে পাঠানো হল এই কেন্দ্রীয় সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত ডিরেক্টর রামজি সিংকে।

Must read

প্রতিবেদন : কল্যাণী এইমস নিয়োগ-দুর্নীতি মামলায় এবার ডেকে পাঠানো হল এই কেন্দ্রীয় সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত ডিরেক্টর রামজি সিংকে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাঁকে ভবানী ভবনে এসে সিআইডি তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রামজিকে সিআইডির তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। নিয়োগে দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে। সেই চিঠি প্রাপ্তির কথাও স্বীকার করেছেন রামজি। তাঁর বক্তব্য, ভাল কাজ হচ্ছে বলেই চক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন-গাজার মৃত্যুমিছিল এবার চাপে ফেলেছে বাইডেনকে

কল্যাণী এইমসে বরাত পাওয়া ঠিকাদার সংস্থায় চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে গত বছর মে মাসে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মুর্শিদাবাদ হরিহরপাড়ার এক যুবক। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। তদন্তে উঠে আসে বিজেপির একাধিক সাংসদ-বিধায়ক-নেতার নাম।

আরও পড়ুন-চূড়ান্ত সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপা বিশ্বাসের নাম উঠে আসে। অভিযোগ, যোগ্যদের বঞ্চিত করে ঘুরপথে কল্যাণী এইমসে বিজেপি সাংসদ-বিধায়করা প্রভাব খাটিয়ে নিজেদের পরিবারের ও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিয়েছেন। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষ এবং নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা এইমসে ঠিকাদার সংস্থার মাধ্যমে ঘুরপথে নিয়োগ পেয়েছিলেন।

আরও পড়ুন-বঞ্চনায় গর্জে উঠল তৃণমূল

ওই মামলার তদন্তভার নেয় সিআইডি। এফআইআরও দায়ের হয়েছে চার বিজেপি বিধায়ক-সহ আট জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্তে নেমে বিজেপি বিধায়ক, সাংসদদের একাধিকবার তলব করেছে সিআইডি। বাড়িতে গিয়ে তল্লাশিও হয়েছে। এবার এইমস নিয়োগ দুর্নীতি মামলার ঘটনার শিকড়ে পৌঁছতে রামজি সিংকে নোটিশ পাঠাল সিআইডি। যদিও তদন্তে সহযোগিতা করার আশ্বাস না দিয়ে উল্টে হুঁশিয়ারির সুর শোনা যায় এইমস ডিরেক্টরের মুখে।

Latest article