প্রতিবেদন : ২২ অগাস্ট ডুরান্ড কাপে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। অথচ দিন দশেক আগেও বিদেশি ফুটবলার চূড়ান্ত করতে পারল না লাল-হলুদ ম্যানেজমেন্ট। ক্লাব ও লগ্নিকারীরা বলে যাচ্ছেন, বিদেশি নির্বাচন করবেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তিনি সবুজ সঙ্কেত দিলেই বিদেশি সই করিয়ে দ্রুত কলকাতায় উড়িয়ে আনা হবে।
আরও পড়ুন-একবছরের মধ্যেই পুরো উল্টো রিপোর্ট পেশ করল সরকার, সাফাই কর্মচারীর মৃত্যু
বৃহস্পতিবার আরও দুই ভারতীয় ফুটবলার সই করাল লাল-হলুদ। ওড়িশা এফসি থেকে গোলরক্ষক কমলজিৎ সিংকে দলে নিল তারা। সেই সঙ্গে মিজোরামের ২১ বছরের ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে সই করাল ইস্টবেঙ্গল। আইএসএলে ৪৪টি ম্যাচ খেলেছেন পাঞ্জাবি গোলরক্ষক, যার মধ্যে ১২টি ম্যাচ গত মরশুমে ওড়িশা এফসি-র জার্সি গায়ে খেলেছেন কমলজিৎ। তবে কমলজিতের সই হওয়ার দিন অভিজ্ঞ গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরীকে নিয়ে উঠছে প্রশ্ন। প্রথম কয়েকদিন অনুশীলন করার পর হঠাৎই মাঠের বাইরে বাঙালি গোলরক্ষক। বৃহস্পতিবারও গ্যালারি থেকে অনুশীলন দেখলেন। কর্তারা অবশ্য বলছেন, শুভাশিসের মেডিক্যাল টেস্ট হয়নি। তাই প্র্যাকটিসে নেই।
আরও পড়ুন-২৫শে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ নীতীশের
এদিকে, এদিন যুবভারতীতে আইএসএলের সঙ্গে বৈঠক ছিল দুই প্রধানের। হোম ম্যাচ আয়োজন নিয়েই ছিল বৈঠক। সেখানে ইস্টবেঙ্গলের মাত্র দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অথচ, থাকার কথা বিভিন্ন বিভাগের সাতজন প্রতিনিধি। জানা গিয়েছে, আইএসএলের জন্য নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ড এখনও দেখাতে পারেনি ইস্টবেঙ্গল।