সিঙ্গাপুর, ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ভারত

ফিফার নির্বাসন আতঙ্কের মধ্যেই সেপ্টেম্বরে জোড়া আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলার কথা ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

Must read

প্রতিবেদন : ফিফার নির্বাসন আতঙ্কের মধ্যেই সেপ্টেম্বরে জোড়া আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলার কথা ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ পরিচালনার দায়িত্বে থাকা সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (সিওএ) সূত্রে খবর, অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ সামনে। ফিফার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ফেডারেশনে নির্বাচন হবে। নিয়ম না মানার অভিযোগ সম্পূর্ণ ভুল। ফুটবল খেলায় কোনও কিছু বাধা হয়ে দাঁড়াবে না।

আরও পড়ুন-কমলজিৎ ইস্টবেঙ্গলে,সই এক ডিফেন্ডারেরও

ফেডারেশনের তরফে বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হল, সুনীল ছেত্রীদের পরবর্তী আন্তর্জাতিক সূচি। আগামী মাসে সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে ইগর স্টিমাচের দল। ২২ সেপ্টেম্বর ভারতীয় দল ভিয়েতনাম রওনা হবে। সেখানেই জোড়া প্রস্তুতি ম্যাচ ভারতের। ২৪ তারিখ প্রথম প্রতিপক্ষ সিঙ্গাপুর। ২৭ সেপ্টেম্বর আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। তবে এই দু’টি ফ্রেন্ডলিতে সুনীল খেলবেন কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন-একবছরের মধ্যেই পুরো উল্টো রিপোর্ট পেশ করল সরকার, সাফাই কর্মচারীর মৃত্যু

চলতি মাসের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে কেরলে জাতীয় শিবির হবে। ভিয়েতনাম রওনা হওয়ার আগে আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে স্টিমাচের ভারত।

Latest article