ইডেনে বসে ঘোষণা নাইটদের সহকারী কোচের, বাংলার ক্রিকেটার নিয়ে আলাদা করে ভাবি না

অভিষেক, কেকেআরের সহকারী বোলিং কোচ ওমকার সালভি ছাড়াও এতে উপস্থিত ছিলেন দলের দুই ক্রিকেটার নীতীশ ও রিঙ্কু।

Must read

প্রতিবেদন : তাঁরা দু’জনেই অপেক্ষায়। কেকেআরের ম্যাচ ফিরছে ইডেনে। নীতীশ রানা বললেন, ‘‘আবার হোম গ্রাউন্ডে খেলব। ভাবতে ভাল লাগছে।” আর রিঙ্কু সিংয়ের বক্তব্য, ‘‘অপেক্ষা করছি। কবে এই মাঠে খেলব।”
নীতীশ ও রিঙ্কুর পাশে তখন কেকেআরের অ্যাকাডেমি কোচ ও আইপিএল দলের সহকারী কোচ অভিষেক নায়ার। ক্রিকেট জীবনে ছিলেন আপাদমস্তক মুম্বইকর। এখন তিনি বলছেন, ‘‘ঘরের মাঠে খেলা ফিরলে ভালই তো।” আরও যোগ করলেন, তাঁরা সবসময় কলকাতায় কাজ করতে চেয়েছেন। উঠতিদের সাহায্য করতে চেয়েছেন। অভিজ্ঞতা ছড়িয়ে দিতেও চেয়েছেন।

আরও পড়ুন-সিঙ্গাপুর, ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ভারত

বৃহস্পতিবার বাংলার সিনিয়র মহিলা ক্রিকেট দল ও আন্তঃস্কুল অনূর্ধ্ব ১৮ জুনিয়র নাইটস মেয়র’স কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে একদিনের কেকেআর অ্যাকাডেমি সেশন হল ইন্ডোরে। অভিষেক, কেকেআরের সহকারী বোলিং কোচ ওমকার সালভি ছাড়াও এতে উপস্থিত ছিলেন দলের দুই ক্রিকেটার নীতীশ ও রিঙ্কু। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে ছিলেন বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমারও।
অভিষেককে অবশ্য কলকাতা নাইট রাইডার্স দলে স্থানীয় মুখ নেই কেন, এমন অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হল। তিনি বললেন, পরিস্থিতি অনুযায়ী দল গড়তে হয়, কী করবেন! ‘‘সবসময় সেরা দল গড়ার চেষ্টা করেছি। তবে দল গড়তে অনেকগুলি অপশন কাজ করে। বাংলার ক্রিকেটার কেন, কোন রাজ্য থেকে প্লেয়ার নিচ্ছি তা আলাদা করে ভাবি না। নিলামে যে সময় যে আসছে, তাই দেখে সিদ্ধান্ত নিই। এক্ষেত্রে টাকাও একটা ফ্যাক্টর। আমাদের দল থেকে বেরিয়ে অনেকে অন্য দলে ভাল করছে। দেশের হয়েও ভাল খেলছে। এতে এটা স্পষ্ট, কেকেআর কোয়ালিটি দল।”

আরও পড়ুন-কমলজিৎ ইস্টবেঙ্গলে,সই এক ডিফেন্ডারেরও

এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ নিয়েও প্রশ্নের মুখে পড়লেন নীতীশ ও রিঙ্কু। দু’জনেই বললেন, অনেকের মতো তাঁরাও মরুদেশের টুর্নামেন্টের অপেক্ষায় আছেন। তবে নীতীশের মতে, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের কঠিন প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

Latest article