প্রতিবেদন : বিজেপিতে ভাঙন অব্যাহত। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের পর এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সোমবার তিনি এই দল ছাড়ার কথা ঘোষণা করেন। ক্ষোভের সঙ্গে বলেন, আমাকে বিজেপি কোনও দায়িত্বই দেয়নি। তা ছাড়া আমার কাজের চাপ বাড়ছে এবং পরিবারকে সময় দিতে হবে। তাই বিজেপি ও রাজনীতি ছাড়লাম। কিন্তু এটাই কি শুধু কারণ?
আরও পড়ুন-অভিনেত্রীকে খুন করেছিল তাঁর স্বামী
কাঞ্চনার নীরবতাই অনেক কথার ইঙ্গিত দিচ্ছে। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, দলের কোনও দায়িত্বে ছিলেন না অভিনেত্রী। শুধু যুক্ত ছিলেন সাংস্কৃতিক শাখায়। তাহলে পদ না পাওয়াই কি বিজেপি ছাড়ার কারণ? আসলে বিজেপিতে অবহেলা ও তাচ্ছিল্যের রাজনীতি চলছে কাঞ্চনার সিদ্ধান্তেই তা স্পষ্ট। দিল্লি গিয়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। আর এখন ফেসবুকে জানিয়ে দিলেন ক্ষোভ ও অভিমান। ছাড়লেন দল।