মহিলাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা

Must read

সংবাদদাতা, কোচবিহার: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে আসা মহিলাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা। মঙ্গলবার দিনহাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কন্যাশ্রী প্রকল্পের মহিলাদের ফর্ম পূরণে করে সহযোগিতা করেন।

আরও পড়ুন : বাংলার মুকুটে নতুন পালক, দেশের সেরা “বাংলার বাড়ি”

মঙ্গলবার দিনহাটা পুরসভার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল করতে ও প্রয়োজনীয় সাহায্যের জন্য মহকুমা প্রশাসন ও দিনহাটা পুরসভার উদ্যোগে দিনহাটা হাইস্কুলে চলছে দুয়ারে সরকার কর্মসূচি।

আরও পড়ুন  : চা বাগানে লক্ষ্মীর ভাণ্ডারের কাজে সাহায্য বিডিও’র 

করোনা আবহে এই দুয়ারে সরকার কর্মসূচিতে ভিড় এড়াতে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনপত্র পূরণ করতে আসা মহিলাদের পাশে দাঁড়াল দিনহাটা উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণ পরিষেবা পেয়ে সুপ্রীতি গুহরায় বলেন, ‘এই উদ্যোগে আমরা সকলেই খুব খুশি। বাইরে আবেদনপত্র পূরণের নামে কিছু কিছু ভঁুইফোঁড় দালাল তৈরি হয়েছে। এদের আটকাতে প্রশাসন কেঠোর ভূমিকা নিয়েছে। স্বভাবই আমরা খুশি। কিন্তু কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’

Latest article