সংবাদদাতা, শান্তিনিকেতন : কন্যাশ্রী প্রকল্পের দাবি জানিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি দিলেন ক্ষুব্ধ অভিভাবকরা। শুক্রবার উচার্য সঞ্জয় কুমার মল্লিককে দেওয়া চিঠিতে তাঁরা লিখেছেন, ২০২১ থেকে টানা ৩ বছর কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বিশ্বভারতীর পড়ুয়ারা। এবার সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববন্দিত কন্যাশ্রী প্রকল্পে অনড় অভিভাবকরা। তদানীন্তন উপাচার্য বিদ্যুাৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কেন্দ্রকে খুশি করতে বা বলা ভাল বিজেপির দালালি করতেই বেশি ব্যস্ত ছিলেন। বিশ্বভারতীতে গেরুয়াকরণের সবরকম ব্যবস্থাই করেছিলেন।
আরও পড়ুন-কন্যাশ্রী প্রকল্পই দিতে হবে, বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি অভিভাবকদের
এমনকি চিঠিতে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি। গোটা বিশ্বভারতী যেন বকলমে বিজেপি ও আরএসএস-এর আস্তানা হয়ে উঠেছিল। সেই সময় থেকেই পাঠভবন ও শিক্ষা সত্রের কন্যা পড়ুয়াদের অভিভাবকদের কন্যাশ্রী প্রকল্পের সুযোগ গ্রহণের আর্জি আলাদা মাত্রা এনে দিল বলে ধারণা অভিজ্ঞ মহলের। কারণ এই চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, এই সুবিধা কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পেত। নিম্ন আয়ভুক্ত পরিবারের কন্যা পড়ুয়ারা এই প্রকল্প থেকে অনেকটাই সুবিধা পাবে। এই চিঠির প্রতিলিপি পাঠভবন, শিক্ষা সত্রর অধ্যক্ষ এবং বোলপুর মহকুমা শাসক অয়ন নাথকে দেওয়া হয়েছে। কবিগুরুর স্মৃতি বিজরিত বিশ্বভারতীতে হেনস্তার হাত থেকে রক্ষা পাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। কারণ একটাই বিজেপি বা মোদি-শাহর বিরুদ্ধে প্রতিবাদ করলে অসম্মান জুটতে বাধ্য। কিন্তু অভিভাবকরা বিশ্বভারতী কর্তৃপক্ষের এই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন।