গান্ধী আশ্রমে দাঁড়িয়ে রোমাঞ্চিত কপিল দেব

Must read

প্রতিবেদন : তিনি এলেন, দেখলেন, জয় করলেন। ‘রান ফর হেলথ’-এর অনুষ্ঠানে এসে কলকাতা মাতিয়ে গেলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ (Kapil Dev Nikhanj)। বেলেঘাটা ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে ‘স্বাস্থ্যের জন্য দৌড়ান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন তিনি। র‍্যালি উদ্বোধনের পর তিনি গান্ধী আশ্রম পরিদর্শন করেন। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের কাছে বেলেঘাটার গান্ধী আশ্রম সম্পর্কে জেনে তিনি রোমাঞ্চিত।
রবিবার বেলেঘাটার গান্ধী আশ্রম চত্বরে ‘রান ফর হেলথ’ র‍্যালি ছিল তারকাখচিত। এই তারকাখচিত র‍্যালিতে ছিলেন বিধায়ক পরেশ পাল, কাঞ্চন মল্লিক, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, পুরপিতা শচীন সিং, যুবনেতা মৃত্যুঞ্জয় পাল, শ্রেয়া পাণ্ডে, ছাত্রনেতা স্বরাজ নস্কর প্রমুখ। ফুটবলারদের মধ্যে ছিলেন হোসে র‍্যামিরেজ ব্যারেটো, আলভিটো ডি’কুনহা, রহিম নবি।

আরও পড়ুন- বাড়ল সম্পত্তি কর, রাজ্যকে বিশেষ ইনসেনটিভ কেন্দ্রের

কপিল দেব (Kapil Dev Nikhanj) পতাকা নেড়ে র‍্যালির উদ্বোধন করেন। এরপর তিনি বলেন, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যের জন্য দৌড়ান। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শরীরচর্চা করুন নিয়মিত। ফিট থাকুন। মানসিকভাবে সুস্থ থাকুন। এরপর তিনি যান গান্ধী আশ্রমে। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের কাছে তিনি গান্ধী আশ্রম নিয়ে জানতে চান। কুণাল ঘোষ তাঁকে বলেন, ১৯৪৭ সালে ২ মাস গান্ধীজি এখানে ছিলেন। এরপর কপিল দেব গান্ধীজির মূর্তিতে মালা দেন। আশ্রম ঘুরে দেখেন। মিউজিয়ামের সমস্ত জিনিস খুঁটিয়ে দেখতে থাকেন। এই অনুষ্ঠান সেরে বিশ্বখ্যাত অলরাউন্ডার কপিল দেব কলকাতা ছাড়েন। এদিন র‍্যালিতে ভিড় ছিল দেখার মতো। কপিল দেব ছিলেন, ছিলেন অন্য তারকারা। ফলে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন র‍্যালিতে। সব মিলিয়ে জমজমাট চেহারা নেয় বেলেঘাটা ফ্রেন্ডস সার্কেল আয়োজিত ‘স্বাস্থ্যের জন্য দৌড়ান’ র‍্যালি।

Latest article