সংস্কার হচ্ছে ভূগর্ভস্থ পাইপলাইন, শহর জুড়ে বাড়বে সরবরাহ

পানীয় জলে ৭০০ কোটি পুরসভার

Must read

প্রতিবেদন: গরমকাল আসার আগেই শহরে বিশুদ্ধ পানীয় জলের (Drinking Water) সমস্যা মেটাতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাদ্দ করে দেওয়া অর্থে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে পরিস্রুত পানীয় জলের সরবরাহ আরও জলের মতো সহজ করতে তৎপর পুরসভা। সংস্কার করা হচ্ছে গোটা কলকাতার পানীয় জল বণ্টনের পাইপলাইন। রাজ্য সরকারের তরফে এক্ষেত্রে মোট ৭০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে কলকাতা পুরসভা। সেই টাকায় ইতিমধ্যেই শহরের ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের ভোল পালটানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে শনিবার জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মোট ৭০০ কোটি টাকা ব্যয়ে কলকাতার জল বণ্টনের (Drinking Water) পাইপলাইনের সংস্কার করা হচ্ছে। ধাপা এবং গড়িয়াতে দুটি জল প্রকল্প গড়ে তোলা হবে। এখান থেকেই মিটবে যাদবপুর, পার্ক সার্কাস সংলগ্ন অঞ্চলের সমস্ত ওয়ার্ডের জলের সমস্যা। মেয়র আরও জানান, বেহালা সংলগ্ন কিছু ওয়ার্ডেও জলের সমস্যা রয়েছে। তার জন্য মহেশতলা থেকে পাইপলাইনের মাধ্যমে সাপোর্ট নেওয়া হচ্ছে। পাশাপাশি, সরকারের বরাদ্দকৃত ৭০০ কোটি টাকায় শহরে মোট ২০-২২টি বুস্টার পাম্পিং স্টেশন গড়ে তোলা হচ্ছে বলেও জানান ফিরহাদ। যার মধ্যে অর্ধেকেরও বেশি তৈরি হয়ে গিয়েছে, বাকিগুলির কাজ দ্রুত শুরু হবে। জলের সমস্যা মেটাতে শহরের বহু গুরুত্বপূর্ণ জায়গার পাইপলাইনে জ্যাকেটিংও করা হচ্ছে। এমনকী এইসব কাজ করতে গিয়ে পাইপলাইনে কোনওরকম সমস্যা থাকলে তাও মেরামত করবে পুরসভা। সব মিলিয়ে গরম পড়ার আগেই জলের সমস্যা চিরতরে মেটাতে উদ্যোগী কলকাতা পুরসভা।

আরও পড়ুন-বাড়ল সম্পত্তি কর, রাজ্যকে বিশেষ ইনসেনটিভ কেন্দ্রের

Latest article