নিউ ইয়র্ক, ১৮ মে : তিনি যাঁদের বিরুদ্ধে বল করেছেন, তাঁদের মধ্যে সেরা সুনীল গাভাসকর এবং ভিভিয়ান রিচার্ডস। নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে সাফ জানালেন কপিল দেব। ’৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের বক্তব্য, ‘‘সুনীল গাভাসকর এবং অবশ্যই ভিভিয়ান রিচার্ডস। সুনীল এবং আমি একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। তাই রিচার্ডের নামও নিলাম। ওরা দু’জনেই অসাধারণ ব্যাটার। পেস এবং স্পিনের বিরুদ্ধে একই রকম সচ্ছন্দ।’’
আরও পড়ুন-শনিবারই হয়তো অর্জুনের অভিষেক, ইঙ্গিত মুম্বই অধিনায়কের
ভারতীয় ব্যাডমিন্টন দলের টমাস কাপ জয়কে অনেকেই তুলনা করেছেন কপিলদের বিশ্বকাপ জয়ের সঙ্গে। ভারতীয় ক্রিকেটের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেও আশা করছেন, এই সাফল্য দেশের খেলাধুলোর ভবিষ্যৎ বদলে দেবে। কপিল বলেন, ‘‘এখন অনেক অভিভাবক খেলাকে গুরুত্ব দিচ্ছেন। ছেলে-মেয়েদের বিভিন্ন খেলায় উৎসাহ দিচ্ছেন। কিন্তু আরও পরিবর্তনের প্রয়েজন।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের দেশে প্রচুর চিকিৎসক, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার তৈরি হয়। কারণ অভিভাবকরা সন্তানদের এই সব ক্ষেত্রে সফল দেখতে চান। যদি তাঁরা খেলাকেও সমান গুরুত্ব দেন, তাহলে ভবিষ্যতে আমরা অনেক চ্যাম্পিয়ন পাব।’’