গরমের ছুটিতেও মিড ডে মিল

সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং জিটিএ-র অধিকর্তার কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। ২৫ মে থেকেই বন্টন করা হবে মিড ডে মিলের সামগ্রী

Must read

প্রতিবেদন : প্রশংসনীয় সিদ্ধান্ত। গরমের ছুটিতেও এবারে মিড ডে মিল পাবে স্কুল-পড়ুয়ারা। কোভিডের সময়ে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও যে ভাবে পড়ুয়াদের কাছে পৌঁছে যেত মিড ডে মিলের সামগ্রী, ঠিক সেভাবেই গরমের ছুটিতেও তাদের জন্য করা হচ্ছে একই ব্যবস্থা। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে। সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং জিটিএ-র অধিকর্তার কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। ২৫ মে থেকেই বন্টন করা হবে মিড ডে মিলের সামগ্রী।

আরও পড়ুন-সানি ও ভিভই সেরা : কপিল

উল্লেখ্য, ২ মে থেকেই শুরু হয়ে গিয়েছে স্কুলের গরমের ছুটি। মঙ্গলবার প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়ারা প্রত্যেকে পাবে ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল এবং একটি সাবান। বাজার থেকে আলু কিনেই বন্টন করা হবে স্কুলে স্কুলে। কেনা হবে সরকারি মূল্যেই। কোভিড-ত্রাসে স্কুল বন্ধ থাকলেও অভিভাবকদের হাতেই তুলে দেওয়া দেওয়া হত মিড ডে মিলের খাদ্যসামগ্রী। সাধারণ পড়ুয়াদের কথা ভেবে রাজ্যের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি পড়ুয়া এবং অভিভাবকরা। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার যে পড়ুয়াদের প্রতি সমানুভূতিশীল, সেই কথাটাই প্রমাণ করে শিক্ষা দফতরের এই ঐতিহাসিক সিদ্ধান্ত। দেশের মধ্যে যা এক দৃষ্টান্ত।

Latest article