প্রতিবেদন : দুর্নীতি এবং অরাজকতার বিরুদ্ধে এবার প্রকাশ্যে লাগাতার ‘ক্যাম্পেন’ করার ডাক দিলেন রাজ্যসভার সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রথিতযশা আইনজীবী কপিল সিবল (Kapil Sibal)। শনিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দেশের আইনজীবীদের একজোট হয়ে বর্তমান সময়ের দুর্নীতি এবং অরাজকতার বিরুদ্ধে এক ছাতার তলায় আসার আহ্বান জানান তিনি। এই প্রচার অভিযানের উদ্দেশ্যে ‘ইনসাফ কে সিপাহি’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে বলে জানান তিনি (Kapil Sibal)। তাঁর সংযোজন, আগামী ১১ মার্চ দিল্লির যন্তর মন্তরে অভিযান হবে। সেখানে সমস্ত বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। এমনকী তাঁর পুরনো দল কংগ্রেসকেও আহ্বান জানাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে সত্য, বাড়ছে অসহিষ্ণুতা: সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির
সিবল বলেন, কেন্দ্রের বর্তমান সরকার জনগণবিরোধী। আরএসএস, ইডি, সিবিআইয়ের ভূমিকা দেশের মানুষ দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের নামে দেশকে কোন পথে নিয়ে যাচ্ছেন, যেখানে ২০২২ সালে ৩৫০ মিলিয়ন মানুষ দরিদ্র? ইতিহাস সাক্ষী যে বহু পরিবর্তন এসেছে আইনজীবীদের মাধ্যমে। তাহলে দেশজুড়ে দুর্নীতি এবং অরাজকতার পরেও আইনজীবীরা আজ চুপ কেন? আমেরিকাতেও স্বাধীনতা যুদ্ধে শুধু আইনজীবীরাই ছিলেন। ফ্রান্সেও দুর্নীতির বিরুদ্ধে এভাবেই এগিয়েছিলেন আইনজীবীরা।
এদিন সিবলের মুখে বারবার উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ। তিনি বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি কোনও বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেনি। ইডি যে ১২১ জনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে তার মধ্যে ১১৫ জনই বিরোধী দলের। যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে পরে ইডি মামলা করেনি। মোদি জমানায় ২০১৪ সালের পর থেকে চারটি নির্বাচিত সরকারের পতন হয়েছে, যেখানে সরকার গড়ার জন্য বিধায়ক কেনাবেচার খেলা চলেছে।