সংবাদদাতা, পুরুলিয়া : এ দুর্গাপুজো নয়। কোনও মণ্ডপের উদ্বোধনও নয়। পুজোর মুখে আদিবাসীদের সঙ্গে অন্য উৎসবে মাতলেন পুরুলিয়া জেলা তৃণমূল চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো। উৎসবের নাম করম। কুড়মিরা করম উৎসব পালন করেন পার্শ্ব একাদশীর দিন। সাঁওতাল-সহ আদিবাসীরা সেদিন থেকে করম শুরু করলেও শেষ হয় আশ্বিন সংক্রান্তিতে। বোরো থানার বুড়িবাঁধ পঞ্চায়েতের কালাপতি গ্রামে এদিন উৎসবে শামিল হন হংসেশ্বর। মানভূম কালচারাল অ্যাকাডেমির সভাপতিও তিনি।
আরও পড়ুন-প্রতি গ্রামকে সজল গ্রাম করবে উত্তর দিনাজপুর
উৎসবে যোগ দিয়ে হংসেশ্বর বলেন, শরত হেমন্তের এই মরশুমে শুধু দুর্গাপুজো নয়, মানভূমে টানা বিভিন্ন উৎসব চলে। করম থেকে শুরু হয় সেই পরব। তার আগে ভাদু। কালীপুজোর পাশাপাশি জমে ওঠে বাঁদনা। গরু খোঁটার মাধ্যমে শেষ হয় পরব। এত লম্বা উৎসব-বৈচিত্র আর কোথাও নেই। আমরা সব উৎসবে শামিল হতে পেরে ধন্য হই।
করম কী তা ব্যাখ্যাও করেছেন বিদগ্ধ এই নেতা। বলেন, অতি প্রাচীনকালে কর্মের মধ্যে অন্যতম হল ফসল উৎপাদন। প্রকৃতি ভাল ফসল দেন। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং নতুন সৃষ্টির তৃপ্তিই নিয়ে এসেছে এই উৎসবকে।