প্রতি গ্রামকে সজল গ্রাম করবে উত্তর দিনাজপুর

বৈঠকে ছিলেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সহ-সভাপতি গোলাম রসুল-সহ অন্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : জেলার প্রতিটি গ্রামকে সজল গ্রাম হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এই লক্ষ্যেই ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হল রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে। বৃহস্পতিবার ডিষ্ট্রিক্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিশন নিয়ে জরুরি বৈঠক হয় জেলা প্রশাসনের উদ্যোগে। জেলার গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিয়ে এই বৈঠকে জেলায় জল ও স্যানিটেশনের কাজের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট তুলে ধরা হয়। কী কী কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়।

আরও পড়ুন-বিরাট দাপটে চারে চার ভারতের

বৈঠকে ছিলেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সহ-সভাপতি গোলাম রসুল-সহ অন্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়াও লক্ষ্যমাত্রা রাখা হয়। এক্ষেত্রে গ্রামীণ জল ও স্বাস্থ্য বিধান কমিটির গঠন ও পুনঃসক্রিয়করণের ওপর জোর দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জল পৌঁছে দেওয়ার পাশাপাশি অকারণে জল অপচয় বন্ধ বিষয়ে মানুষকে সজাগ হওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এছাড়াও অবৈধ সংযোগ বন্ধ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের উদ্যোগে। গ্রাউন্ড ওয়াটার রিচার্জের বিষয়েও পরিকল্পনা করার বিষয়ে আলোকপাত করা হয়। জল অপচয় বন্ধে স্কুলগুলিতে সচেতনতা প্রোগ্রাম আইইসি-র মাধ্যমে করা হচ্ছে বলেও জানা গেছে প্রশাসন সূত্রে।

Latest article