বেঞ্জেমার হ্যাটট্রিক ছিটকে দিল মেসিদের

ড্র করেও শেষ আটে ম্যান সিটি

Must read

মাদ্রিদ, ১০ মার্চ : রবার্ট লেয়নডস্কি হ্যাটট্রিক করেছিলেন ১১ মিনিটে। ২৪ ঘণ্টা পর আরও একটি হ্যাটট্রিকের সাক্ষী রইল চ্যাম্পিয়ন্স লিগ। এবার ১৮ মিনিটের ব্যবধানে তিন গোল করলেন করিম বেঞ্জেমা (Karim Benzema) । আর বেঞ্জেমার এই হ্যাটট্রিক টুর্নামেন্ট থেকে ছিটকে দিল পিএসজিকে। বুধবার রাতের ম্যাচ ৩-১ গোলে জিতে নিল রিয়াল মাদ্রিদ। প্যারিসে গিয়ে ০-১ গোলে পিএসজির কাছে হেরে গিয়েছিল রিয়াল। তবে দুটো লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন বেঞ্জেমারা।

অথচ ঘরের মাঠে বিরতির আগেই পিছিয়ে পড়েছিল রিয়াল। ৩৯ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। কিন্তু ৬১ থেকে ৭৮ মিনিটের মধ্যে পরপর তিনটি গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন বেঞ্জেমা।
তবে বেঞ্জেমার (Karim Benzema)  করা প্রথম গোল নিয়েও বিতর্ক রয়েছে। পিএসজি শিবিরের দাবি, গোল করার আগে পিএসজির গোলকিপার দোন্নারুমাকে ফাউল করেছিলেন রিয়াল স্ট্রাইকার। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি চড়াও হন রেফারিদের ড্রেসিংরুমে। তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহার এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে সাংবাদিক সম্মেলনে এসে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনিও দাবি করলেন, ওটা গোল নয়, পরিষ্কার ফাউল ছিল। স্প্যানিশ মিডিয়ার খবর, খেলা শেষ হওয়ার এই গোল নিয়ে পিএসজির ড্রেসিংরুমে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন নেইমার ও দোন্নারুমা।

আরও পড়ুন: প্লে-অফ আজ

চ্যাম্পিয়ন্স লিগের অন্য একটি ম্যাচে স্পোর্টিং লিসবনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটি। তবে প্রথম লেগে ৫-০ গোলে জয়ের সুবাদে, শেষ আটে পৌঁছে গিয়েছে ম্যান সিটি।

Latest article