মুম্বই, ৬ এপ্রিল : তিনি যে ফুরিয়ে যাননি, সেটা বারবার নিজেকে মনে করিয়ে দিয়েছেন।
তিনি যা করতে পারেন, সেটা যাতে মাঠে ঠিকঠাক করে আসতে পারেন, তাও নিজেকে নিরন্তর বলে গিয়েছেন।
আর দীনেশ কার্তিকের এই চেষ্টা যে বিফলে যায়নি, সেটা ১৫তম আইপিএলে দিনের আলোর মতো পরিষ্কার। মঙ্গলবার আরও একটা দিন গেল, যেদিন তিনি ম্যাচ শেষ করে এলেন। রাজস্থানের বিরুদ্ধে ২৩ বলে ৪৪ রান করে তামিলনাড়ু ক্রিকেটার জেতালেন আরসিবিকে। আরও একবার টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর শাহবাজ আমেদকে সঙ্গে নিয়ে কার্তিক ম্যাচ বের করে নিয়ে গেলেন। যা দেখে অধিনায়ক ফাফ ডুপ্লেসি না বলে থাকতে পারেননি, “ডিকে আমাদের দলের অ্যাসেট। যেভাবে ও ঠান্ডা মাথায় আমাদের জন্য ম্যাচ বের করে নিয়ে আসছে, তাতে ওর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের কথা ভাবা উচিত”।
আরও পড়ুন-মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে অভিযোগ জমা দেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা
২০১৯-এ শেষবার ভারতীয় দলে খেলেছেন কার্তিক। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে, গতবার আইপিএলে কেকেআরের হয়ে ভাল ব্যাট করতে পারেননি। নাইটরা তাঁকে নেতৃত্ব থেকে সরানোর পর দল থেকেও ছেঁটে ফেলেছিল। মঙ্গলবার রাজস্থানকে হারিয়ে ৩৬ বছরের কার্তিক বলেন, “আমি একটা লক্ষ্য নিয়ে খেলছি। গত কয়েক বছর নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি। তাই নানাভাবে প্র্যাকটিস করেছি। নিজেকে বারবার বলেছি, আমি এভাবে ফুরিয়ে যেতে পারি না। বলেছি সামনে একটা লক্ষ্য আছে। আমাকে সেখানে পৌঁছতে হবে”।
আরও পড়ুন-হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মন্ডল, শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে
ডিকে আরও বলেছেন, সকলের অলক্ষ্যে তিনি আইপিএলের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। সাদা বল নিয়ে প্রাকটিসের ফাঁকে কল্পনায় ম্যাচ পরিস্থিতি ভেবে নিয়ে সেভাবে প্রস্তুতি চালিয়েছেন। চেষ্টা করেছেন বোর্ডের সব সাদা বলের টুর্নামেন্টে খেলার। মঙ্গলবার তিনি যখন ব্যাট করতে নামেন, তখন ওভার পিছু দরকার ছিল ১২ রানের। কিন্তু সেটাই সম্ভব করে ফেলেছেন প্রাক্তন নাইট অধিনায়ক। আর সেটা সম্ভব হয়েছে আইপিএলের আগে ম্যাচ পরিস্থিতি ভেবে নিয়ে প্রাকটিসের জন্য। তবে এরপরও কার্তিক মনে করিয়ে দিয়েছেন সামনের লক্ষ্যের কথা। সেটা কি, তিনি খোলসা করেননি। তবে অধিনায়ক ডুপ্লেসি তার একটা আভাস দিয়েছেন।