মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে অভিযোগ জমা দেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা

থানায় গিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হুমকির ঘটনায় এবার রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।

Must read

থানায় গিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হুমকির ঘটনায় এবার রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। বুধবার, মুখ্য নির্বাচনী আধিকারিক ড আরিজ আফতাবের (Dr Ariz Aftab) সঙ্গে দেখা করে অভিযোগ জমা দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। শুভেন্দুর হুমকির কথা জানিয়ে এই মর্মে উপযুক্ত ব্যবস্থার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মন্ডল, শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে

মঙ্গলবার, শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল (Video Viral) হয়। সেখানে দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারী বালিগঞ্জ (Ballyganj) বিধানসভার অন্তর্গত থানায় বসে পুলিশ আধিকারিকদের কার্যত হুমকি দিচ্ছেন। সুর চড়িয়েই বলছেন, “বালিগঞ্জকে ঠিক না রাখলে ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না। কারণ, ন্যাশনাল লেভেলে রামপুরহাটের পরে ওয়েস্টবেঙ্গল এখন ফোকাসড। ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আরও দেওয়া হবে। কোনও বুথ প্রিমিসেস ও কিউআরটি-তে সেন্ট্রাল ফোর্স ছাড়া অন্য কিছু থাকবে না।”

আরও পড়ুন-মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

এরপরেই নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনের উল্লেখ করেন তিনি। এদিন তৃণমূলের দেওয়া অভিযোগপত্রে এই কথা উল্লেখ করে হুমকির ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে বালিগঞ্জ কেন্দ্রে ১২ এপ্রিল সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ সুনিশ্চিত করার আর্জি জানানো হয়েছে শাসকদলের তরফ থেকে।

Latest article