ব্যর্থ বাম সরকার, গড়ছে তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগেই ইছামতীতে কাটাখালি সেতু

Must read

সংবাদদাতা, বসিরহাট: বাম জামানায় আটকে-থাকা সেতু তৃণমূল জমানায় উদ্বোধনের অপেক্ষায়। ২০০৫-এ ইছামতী নদীর উপর কাটাখালি সেতুর (Katakhali Bridge) শিলান্যাস হয়েছিল। তারপরে জমিজটের কারণে মুখ থুবড়ে পড়ে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে তৃণমূল সরকার। জমিদাতাদের ক্ষতিপূরণ দিয়ে কংক্রিটের কাটাখালি সেতু (Katakhali Bridge) এখন উদ্বোধনের অপেক্ষায়। বসিরহাটের বাদুড়িয়া পুরসভার প্রাক্তন প্রয়াত চেয়ারম্যান তুষার সিংহের দ্বিতীয় প্রয়াণবার্ষিক স্মরণসভায় এমনটাই দাবি করলেন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম। অনুষ্ঠানে ছিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, ২ নম্বর ব্লকের কার্যকর সভাপতি সৌমেন মণ্ডল, জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক চন্দন মুখোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন-পুজোর জোগান নিয়ে দুশ্চিন্তায় পদ্মচাষিরা

এদিন বুরহানুল বললেন, খুব তাড়াতাড়ি ইছামতীর উপরে কাটাখালি ও লক্ষ্মীনাথপুরের দুই পাড়ের সেতুর উদ্বোধন হবে। জমিজটে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শেষ। এই সেতুর জন্য কলকাতার সঙ্গে দূরত্বটা অনেকটাই কমবে। কমবে ঘোজাডাঙা সীমান্তে যাওয়ার দূরত্বও। সীমান্তে আমদানি-রফতানি বাড়বে। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য আরও সুদৃঢ় হবে। এই সেতু হলে দুষ্কৃতী কার্যকলাপ বন্ধ হবে। স্বরূপনগর বাদুড়িয়া বসিরহাট দেগঙ্গা এই চারটি ব্লকের পরিবহন, পণ্যবাহী ট্রাক-সহ ১০ লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে। সেতু উদ্বোধনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

Latest article