মুম্বই, ৬ এপ্রিল: গত মরশুমেও আইপিএলে প্রায় সব ম্যাচ খেলেছিলেন। তাঁর প্রশংসা শোনা গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির গলায়। এই মরশুমে দলের অধিনায়ক বদল হলেও আরসিবি-র হয়ে প্রথম তিন ম্যাচেই খেলেছেন বাংলার শাহবাজ আহমেদ। শুধু তাই নয়, রাজস্থান ম্যাচে দীনেশ কার্তিকের সঙ্গে মিলে দলকে জিতিয়েছেন। মাত্র ২৬ বলে ৪৫ রান করার পথে শাহবাজ হাঁকিয়েছেন চারটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি।
আরও পড়ুন-বিশেষ প্রস্তুতিতেই সাফল্য, দাবি কার্তিকের
ম্যাচের পর শাহবাজ জানিয়েছেন, দীনেশ কার্তিকের জন্যই তাঁর কাজ সহজ হয়েছে। তরুণ স্পিনার-অলরাউন্ডার বলেন, ‘‘আরসিবি-তে এটা আমার তৃতীয় মরশুম। অনেক দিনই হল আমি এখানে খেলছি। রয়্যালসের বিরুদ্ধে পরিস্থিতি খুব কঠিন ছিল। কারণ, রাজস্থানের হাতে ম্যাচের রাশ ছিল। কিন্তু ডিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরিস্থিতি আমাদের অনুকূলে আসে ডিকে’র ইনিংসের জন্যই এবং আমি ওর সঙ্গে থাকায় আমার কাজটাও সহজ হয়ে যায়।’’ শাহবাজ এটাও আশা করছেন, আরসিবি-র হয়ে আগামী ম্যাচগুলিতে নিয়মিত বোলিং করারও সুযোগ পাবেন।
আরও পড়ুন-মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে অভিযোগ জমা দেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা
শাহবাজ প্রসঙ্গে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেন, ‘‘আমি দলে আসার পর থেকেই দেখছি কতটা পরিশ্রম করে শাহবাজ। ওকে দেখতে রোগা-পাতলা হলেও গায়ে খুব জোর। খুব সহজে বড় শট খেলতে পারে। শাহবাজ খুব ভাল বলও করে। যে দিন দরকার পড়বে, চার ওভারই বল করতে হবে ওকে। শাহবাজ দলের অন্যতম সেরা ফিল্ডারও।’’