দুই মেট্রোকে জুড়ল কবি সুভাষ

বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। এই প্রথম কলকাতা মেট্রোর দুটি লাইন জুড়ে যাচ্ছে।

Must read

প্রতিবেদন: কবি সুভাষ স্টেশনকে কেন্দ্র করে জুড়ে যাচ্ছে মেট্রোর দুই লাইন। আর কদিন পরেই পুরোদমে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে কবি এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটে। এই রুটেরই প্রান্তিক স্টেশন হল নিউ গড়িয়া বা কবি সুভাষ। আবার এখান থেকেই মেট্রো পথে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ হয়ে এয়ারপোর্ট। তবে আপাতত কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। ফলে দক্ষিণেশ্বর থেকে সোজা কবি সুভাষ হয়ে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পথেই চলে যেতে পারবেন কোনও যাত্রী। এক টিকিটেই মিলবে এই পরিষেবা।

আরও পড়ুন-ফের অমর্ত্যকে নোটিশ দিয়ে অপমান করল বিশ্বভারতী

বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। এই প্রথম কলকাতা মেট্রোর দুটি লাইন জুড়ে যাচ্ছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ৫.৪ কিমি পথে মেট্রো চলাচলের জন্য রেলওয়ে সেফটির সবুজ সংকেত চলে এসেছে। যে কোনও দিনই এই রুটে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, এমনই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও কবি সুভাষের লাগোয়া রয়েছে পূর্ব রেলের সাউথ সেকশনের নিউ গড়িয়া স্টেশন। এর ফলে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা যেমন ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা থেকে আসা যাত্রীরাও অনেক সহজে এবং কম সময়ে কলকাতা ভিতরের কোনও জায়গায় পৌঁছে যেতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের আশা এর ফলে আগামী দিনে কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করবেন। এরজন্য স্টেশনে ঢোকা বেরনোর জন্য একাধিক পথ তৈরি করা হয়েছে। সবমিলিয়ে থাকছে ১৭টি এসকেলেটার, আটটি লিফ্ট, ১৯টি সিঁড়ি।

Latest article