চাকরি বাতিল শিক্ষকদের

আদালতের নির্দেশে শুক্রবার দুপুর বারোটার পর কমিশন ২৮২০ জন গ্রুপ ডি-প্রার্থীর নিয়োগের সুপারিশপত্র বাতিলের সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে

Must read

প্রতিবেদন : অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার চাকরি যাচ্ছে আটশোরও বেশি শিক্ষক এবং ২৮২০ জন গ্রুপ ডি স্কুল কর্মচারীর। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে শুক্রবার দুপুর বারোটার পর কমিশন ২৮২০ জন গ্রুপ ডি-প্রার্থীর নিয়োগের সুপারিশপত্র বাতিলের সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে।

আরও পড়ুন-দুই মেট্রোকে জুড়ল কবি সুভাষ

তারপরই পর্ষদ তাঁদের চাকরি বাতিল করে তাঁদের নাম ওয়েবসাইটে প্রকাশ করবে। এমনই নির্দেশ দিয়েছে আদালত। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে থেকে এদের শূন্যপদে নিয়োগ করারও নির্দেশ দিয়েছে আদালত। প্রায় একই সঙ্গে আদালতের নির্দেশে নবম-দশমেরও চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করেল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশমের ক্ষেত্রে আগামী সপ্তাহে আরও ৮০৩ জনের চাকরি বাতিল করা হবে বলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, এভাবেই আগামিদিনে ধাপে ধাপে অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Latest article