প্রতিবেদন : দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে (KCR Daughter K Kavitha) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) দলের বিধান পরিষদের সদস্য কবিতাকে ৯ মার্চ ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে সাউথ গ্রুপ-এর ফ্রন্টম্যান অরুণ রামচন্দ্র পিল্লাইকে সোমবার রাতে গ্রেফতার করেছে ইডি। হায়দরাবাদের এই ব্যবসায়ী কবিতার বিশেষ ঘনিষ্ঠ। সেই কারণেই কবিতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডির সমনের প্রেক্ষিতে বুধবার কবিতা বলেছেন, এসব পদক্ষেপ হল কেন্দ্রের ভয় দেখানোর কৌশল। তবে তিনি ও তাঁর দল কেন্দ্রের এই চাপের কাছে মাথা নোয়াবেন না। বরং তাঁরা কেন্দ্রের যাবতীয় জনবিরোধী কার্যকলাপ প্রকাশ্যে আনবেন। আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে অনিয়ম সংক্রান্ত মামলার তদন্তে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির শীর্ষ নেতা মনীশ সিসোদিয়াকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছে সিবিআই। তারপরই কবিতাকে সমন পাঠাল ইডি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। ইডির দাবি, ইন্দো স্পিরিটস নামে একটি মদ প্রস্তুতকারী সংস্থার ৬৫ শতাংশ মালিকানা ছিল কবিতার (KCR Daughter K Kavitha)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কবিতা ও আপের মধ্যে একটি ১০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। গত বছর ডিসেম্বরে কবিতাকে জেরা করেছিল সিবিআই।
আরও পড়ুন: সেনাকর্মীদের চিনা মোবাইল ও অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা