মোক্ষম কটাক্ষ ছুঁড়লেন কেজরি

বিরোধীদের কাঠগড়ায় কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে মোক্ষম কটাক্ষ ছুঁড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Must read

প্রতিবেদন : জি-২০ শীর্ষ বৈঠক উপলক্ষে রাষ্ট্রপতির পাঠানো নৈশভোজের আমন্ত্রণপত্রে প্রথাগত ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। বিরোধীদের কাঠগড়ায় কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে মোক্ষম কটাক্ষ ছুঁড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন-মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘে মুখ পুড়ল মোদি সরকারের

‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ ব্যবহার করা নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, বিরোধী জোট যদি এরপর নিজেদের ‘ভারত’ বলার সিদ্ধান্ত নেয় তাহলে কি কেন্দ্রীয় সরকার দেশের নাম পরিবর্তন করে ‘বিজেপি’ করবে? মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কেজরি বলেন, বিরোধী দল তাদের জোটের নাম ‘ইন্ডিয়া’ রেখেছে। তাই কি কেন্দ্র এবার দেশের নাম পরিবর্তন করবে? এই দেশ ১৪০ কোটি মানুষের, কোনও দলের নয়।

Latest article