বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। শনিবার কেজরি বলেন, গুজরাতের বিধানসভা নির্বাচন থেকে সরে আসার জন্য বিজেপির তরফে তাঁকে নানা টোপ দেওয়া হয়েছে। কেজরি বলেন, বিজেপির তরফে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি যদি গুজরাতে ভোটের লড়াই থেকে সরে আসেন তাহলে তাঁর দলের দুই মন্ত্রী মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে যে সমস্ত মামলা চলছে তা অবিলম্বে তুলে নেওয়া হবে।
আরও পড়ুন-ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নজরদার চিনা গুপ্তচর জাহাজ
আসলে বিজেপি গুজরাতে আপের কাছে পরাজয়ের আতঙ্কে ভুগছে। তাই এ ধরনের প্রলোভন দেওয়া হচ্ছে। বিজেপির কোন নেতা তাঁকে এই প্রস্তাব দিয়েছেন জানতে চাওয়া হলে কেজরি বলেন, নানা বন্ধুর মাধ্যমে এই ধরনের প্রস্তাব পাঠানো হয়৷ এদিকে, এদিনই ইডি গ্রেফতার করেছে সিসোদিয়ার আপ্ত সহায়ককে।