ভাস্কো : এটিকে মোহনবাগান, এফসি গোয়ার পর আইএসএলের জৈব সুরক্ষা বলয় ভেঙে ওড়িশা এফসি শিবিরেও করোনার হানা। আইএসএল (ISL) ঘিরে বাড়ছে সংশয়। ওড়িশার (Odisha) এক নম্বর গোলকিপার কমলজিৎ সিং করোনা আক্রান্ত হলেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেরালা (Kerala) ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল ওড়িশার। তার আগেই দলের সেরা গোলকিপারের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
দলের পক্ষ থেকে জানানো হয়, ‘কমলজিতের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু ম্যাচ হবে। আমাদের রিজার্ভ গোলকিপার অর্শদীপ সিং তৈরি।’ জানা যায়, কমলজিতের উপসর্গ রয়েছে। তাঁকে সঙ্গে সঙ্গেই নিভৃতাবাসে পাঠানো হয়েছে। এদিকে, শনিবারের এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বুধ ও বৃহস্পতিবারের কোভিড রিপোর্টের উপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ।
কোভিড আতঙ্কে মাঠে নেমে এদিন ম্যাচও হারতে হয়েছে ওড়িশাকে। কেরালা ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হারল ওড়িশা। প্রথমার্ধেই দু’টি গোল হল। লিগে দুর্দান্ত ছন্দে আছে কেরল। এদিন ম্যাচের ২৮ মিনিটে নিশু কুমারের গোলে এগিয়ে যায় কেরল। ৪০ মিনিটে হরমনজোত খাবরার গোলে ব্যবধান ২-০ করে ব্লাস্টার্স। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই ম্যাচ জিতে আইএসএলের (ISL) পয়েন্ট টেবলে ফের শীর্ষে উঠল কেরল। জামশেদপুর এফসি-কে টপকে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে কেরল। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওড়িশা।