জেরবার ট্রাম্প

Must read

ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে ক্যাপিটল হিলে হামলা মামলার শুনানি চলছে। ভারতীয় বংশোদ্ভূত বিচারক অমিত মেহতার এজলাসে চলছে শুনানি। শুনানিতে অংশ নেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুনানি চলাকালীন বিচারক মেহতা একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন ট্রাম্পকে। বিচারক মেহতা ট্রাম্পের কাছে জানতে চান, ক্যাপিটল হিলে হামলার সময় তিনি কেন চুপচাপ হাত গুটিয়ে বসে ছিলেন? কেন তিনি হামলাকারীদের বলেননি তোমরা গুন্ডামি বন্ধ করে এখান থেকে চলে যাও? প্রেসিডেন্ট হিসেবে ক্যাপিটাল হিলকে রক্ষা করা ছিল ট্রাম্পের দায়িত্ব। তিনি কেন সেই দায়িত্ব পালন করেননি? তাঁর এই আচরণে তো এটা স্পষ্ট যে, ক্যাপিটলে হামলার পিছনে ট্রাম্পের (Donald Trump) প্রচ্ছন্ন ছিল। আপনি কি সেটা অস্বীকার করতে পারেন? প্রেসিডেন্ট হিসেবে আপনার বলা উচিত ছিল যে, এ ধরনের অসভ্যতা চলবে না। কিন্তু আপনি তা বলেননি। কেন বলেননি তার জবাব দিন।

আরও পড়ুন: দূরবিনেও নেই বিরোধীরা

Latest article