আজ উদ্বোধন হবে খাদির অভিনব জনতা শাড়ি

ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, খাদি জনতা শাড়ি নিয়ে বড় আকারে ব‍্যবসায় নামছে। ভাল রিবেট দেওয়া হবে।

Must read

দেবর্ষি মজুমদার, বোলপুর: এবার দুর্গাপুজোয় বাজিমাত করতে চলেছে খাদি। কলকাতার খাদি দফতর থেকে আগামিকাল খাদির নিজস্ব ব্র্যান্ড ‘জনতা শাড়ি’র উদ্বোধন করবেন বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখনও ঠিক হয়নি জনতা শাড়ির দাম। আগেই মাত্র একশো এগারো টাকায় তন্তুজের জনতা শাড়ি বাজারে ক্রেতার মন কেড়েছে।

আরও পড়ুন-আরও এক অধিকারী-ঘনিষ্ঠ গ্রেফতার, কাঁথি পথবাতি কেলেঙ্কারি

এবার সেই পথেই হাঁটতে চলেছে খাদির ‘জনতা’ শাড়ি। বাংলা ও সারা দেশের গরিব মানুষের কাছে তন্তুজের জনতা শাড়ির মতোই খাদির মার্কেট করবে বলে খাদির সংশ্লিষ্ট আধিকারিকদের ধারণা। নদিয়ার ফুলিয়া ও বর্ধমানের হাজার হাজার তাঁতিদের নিয়ে খাদি এই ব‍্যবসায় নামছে। এবার খাদি, তন্তুজ ও মঞ্জুষার ফ্র্যাঞ্চাইজি দেবে সারা দেশে। পাশাপাশি অনলাইনে চলবে এই ব‍্যবসা। পুজোর আগেই দিল্লিতে প্রগতি ময়দানের মেলায় খাদি ও তন্তুজর জনতা শাড়ি তাদের শোরুম করছে।

আরও পড়ুন-অপহরণ করে শিশুহত্যা অভিযুক্তের ঘরে আগুন

ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, খাদি জনতা শাড়ি নিয়ে বড় আকারে ব‍্যবসায় নামছে। ভাল রিবেট দেওয়া হবে। তবে দামটা এখনও ঠিক হয়নি। একশো এগারো টাকার তন্তুজর জনতা শাড়ি প্রায় সমস্ত তন্তুজ কেন্দ্রে পাওয়া যায়। বস্ত্রশিল্পে তন্তুজ, মঞ্জুষার পর ফের আরেকবার খাদি বিপ্লব হবে বলে, মনে করছেন মন্ত্রী। নদিয়ার ফুলিয়া ও বর্ধমানের হাজার হাজার তাঁতিদের নিয়ে খাদি ব‍্যবসায় নামছে। এবার খাদি, তন্তুজ ও মঞ্জুষার ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে সারা দেশ জুড়ে। পুজোর আগেই দিল্লির প্রগতি ময়দানের মেলায় খাদি ও তন্তুজর জনতা শাড়ি পাওয়া যাবে।

Latest article