প্রতিবেদন : ২০২৪ সালে লোকসভা নির্বাচনের লক্ষ্যেই ভারত জোড়ো যাত্রা কর্মসূচি শুরু করেছেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী। কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেছেন, ২০২৪ সালে কংগ্রেসই কেন্দ্রে অবিজেপি সরকার গড়বে। যার নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। কিন্তু খাড়গের সেই বক্তব্য কার্যত নস্যাৎ করে দিলেন দলেরই শীর্ষ নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
আরও পড়ুন-খেরসন থেকে সরছে রুশ সেনা
খাড়গের উল্টো সুরে এই প্রবীণ নেতা পাল্টা জানিয়েছেন, অবিজেপি সরকারের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন সেটা বিরোধীরা সকলে মিলে আলোচনা করেই ঠিক করবে। তবে ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাহুল যথাযথ চ্যালেঞ্জ চালাতে পারবেন কি না সে বিষয়েও নিশ্চিত নন গেহলট। তিনি মনে করেন, মোদিকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাহুলের ছিল। রাহুল গান্ধী যে যোগ্য নেতা সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম ও বিজেপি চক্রান্ত করে রাহুলের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আরও একবার কংগ্রেসের দুই প্রবীণ নেতার মধ্যে মতভেদ প্রকাশ্যে এল। রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেস সভাপতির নির্বাচনে শেষ পর্বে গেহলটকে যেভাবে সরে দাঁড়াতে হয়েছে সেটা তিনি এখনও মেনে নিতে পারেননি। সে কারণেই রাহুলের নেতৃত্ব নিয়েই তিনি পাল্টা প্রশ্ন তুললেন।