ব্যুরো রিপোর্ট : গোটা রাজ্যজুড়ে উৎসাহ, উদ্দীপনার সঙ্গে পালন হল ‘খেলা হবে’ দিবস। কোথাও ফুটবল টুর্নামেন্ট, কোথাও আবার রক্তদান শিবির, কোথাও আবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করে প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে উত্তরের প্রতিটি জেলায় পালন করা হল খেলা দিবস। মঙ্গলবার আলিপুরদুয়ারে খেলা হবে দিবসে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মালদহ জেলাজুড়ে পালিত হল খেলা হবে দিবস। একটি মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়। ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, সভাধিপতি এটিএম রফিকুল। কালিয়াচকে ১৪ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। অংশ নেন ১৮৫ জন যুবক।
আরও পড়ুন-আড়াই ঘণ্টায় টিকিট শেষ
প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। জলপাইগুড়ির টাউন ক্লাব স্টেডিয়ামে খেলা হবে দিবস উপলক্ষে হয় ফুটবল ম্যাচ। ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। মানিকচকের বড়বাগানে একটি কবাডি প্রতিযোগিতা হয়। জলপাইগুড়ির প্রতিটি পুরসভা এবং ব্লকগুলিতে একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। ধূপগুড়ি পুরসভার উদ্যোগে মহিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং।
আরও পড়ুন-বহরমপুর জেল ছাড়ল ৯ বন্দিকে
বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস মঙ্গলবার খেলা হবে দিবস পালন করে। এদিন খেলা হবে দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বালুরঘাটে অভিনব মিছিল করে। ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী, দেবাশিস কর্মকার, মহেশ পারাখ, আইএনটিটিইউসি-র শহর সভাপতি ছোটন রজক।