সংবাদদাতা, বর্ধমান : রাজ্য পুলিশের বড়সড় সাফল্য। অপহরণের ৮ ঘণ্টার মধ্যেই পুলিশ উদ্ধার করে আনল অপহৃত ব্যবসায়ীকে। ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। ফিল্মি ধাঁচে রবিবার বিকেলে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। নাম বেণিমাধব ওরফে চন্দন চট্টোপাধ্যায়। বাড়ি মেমারি শহরের পুরনো পোস্ট অফিস পাড়ায়। তামাকপাতার ব্যবসায়ী।
আরও পড়ুন-সংক্রান্তির সকালে পর্যটকদের প্রাতরাশে পিঠে-পুলি
রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ চন্দন মোটরবাইক নিয়ে ছিনুইয়ের দিকে যাচ্ছিলেন। তাতারপুর এলাকায় ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি সাদা গাড়ি পথ আটকে গাড়িতে তুলে চম্পট দেয়। রাত সাড়ে ন’টা নাগাদ বাড়িতে ফোন করে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেয়। অপহরণকারীদের ফোন থেকে চন্দন জানান, তাঁকে ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় আটকে রাখা হয়েছে। সুতি টোলে গাড়িটির ছবি দেখা যায়। পুলিশ এবং পরিবারের লোকজন দুটি গাড়িতে রওনা হয় ঝাড়খণ্ডে। প্রথম দুটি জায়গায় না মিললেও মালপাহাড়ি এলাকা থেকে সোমবার ভোরে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। গ্রেফতার হয় তিন অপহরণকারী। অভিযানের নেতৃত্বে ছিলেন সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ দে।