জঙ্গি দমন অভিযানে গিয়ে শুক্রবার শহিদ হয়েছিলেন পাঁচ জওয়ান। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বদলা নিল সেনা। শনিবার সকালে বারামুলা ও রাজৌরি সেক্টরে (Jammu Kashmir) বিশেষ অভিযানে গিয়ে দুই জঙ্গিকে খতম করলেন তাঁরা। অন্য জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে। এদিন সকাল থেকে বারামুলা ও রাজৌরি সেক্টরে অভিযান শুরু করে সেনাবাহিনী-সহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখা। সে সময়ে ফের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় জওয়ানরা। ওই গুলিতে খতম হয় দুই জঙ্গি। উল্লেখ্য, ২০ এপ্রিল পুঞ্চ সেক্টরে সেনার গাড়িতে জঙ্গিদের গ্রেনেড হামলায় শহিদ হয়েছিলেন পাঁচ জওয়ান। ওই হামলায় জড়িতদের ধরতে শুক্রবার রাজৌরির কান্দি (Jammu Kashmir) এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চলে। সেই অভিযানেই জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা। বোমা বিস্ফোরণেই পাঁচ জওয়ানের মৃত্যু হয়।
আরও পড়ুন- অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, আটকে পড়াদের জন্য হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর