নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : চলতি বছরটা দুঃস্বপ্নের মতোই কাটছে পিভি সিন্ধুর। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার এই বছর কোনও টুর্নামেন্ট জিততে পারেননি। উল্টে সাত-সাতটা টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন! এহেন কঠিন সময় কাটিয়ে উঠতে বিরাট কোহলিকেই প্রেরণা করছেন সিন্ধু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের সব ক্রীড়াবিদের কেরিয়ারে খারাপ সময় এসেছে।
আরও পড়ুন-পুজোয় নজর কাড়বে মির্জাপুরের কপার জরি, স্বর্ণচরি, বালুচরি
যাঁরা গ্রেস্টেস্ট, তাঁদেরকেও এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকী, বিরাট কোহলির মতো ক্রিকেটারও একটা সময় রান করতে পারছিলেন না। আমি ওঁর কিছু সাক্ষাৎকার পড়েছি। সেখানে বিরাট জানিয়েছেন, কীভাবে ওই কঠিন সময় তিনি কাটিয়ে উঠেছিলেন। আমিও ঠিক খারাপ সময় কাটিয়ে উঠব।
আরও পড়ুন-যানজট ঠেকাতে টোটো নিয়ে সিদ্ধান্ত প্রশাসনের
সিন্ধু আরও বলেন, আমি যখন একটা সময় টানা জিতছিলাম, তখন সবকিছু নিখুঁত বলে মনে হচ্ছিল। প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামতাম। আরও বেশি ট্রফি জিততে চাইতাম। কিন্তু খারাপ সময়ে যা করছি, সবই ভুল হচ্ছে। কোর্টে নেমে নিজের সেরাটা দিতে চাইছি, কিন্তু পারছি না। চোট সারিয়ে কোর্টে ফেরার পর নিজের সেরা ছন্দ এখনও পাইনি। তবে জেতা-হারা দুটোই জীবনের অঙ্গ। সব সময় তো আর জেতা যায় না।