সংবাদদাতা, বর্ধমান : বিজেপির বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জেরে নির্বাচন কমিশন শোকজ করেছে। ওঁর দলও শোকজ নোটিশ ধরিয়েছে। দলীয় কর্মী-সমর্থকেরা তো গোটা রাজ্যেই প্রতিবাদে মুখর। এবার দিলীপকে একহাত নিয়ে তাঁকে মানসিক ভারসাম্যহীন বললেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
আরও পড়ুন-পাহাড়বাসী বোঝালেন তাঁরা গোপালকেই চান
বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরে প্রচারে বেরোন কীর্তি। বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য মিছিল করেন। তাতে লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ছিল, ছিল কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় টাকা না পাওয়ার মতো বিষয়ও। প্রচারে দুর্দান্ত সাড়া পেয়ে আপ্লুত কীর্তি। ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে হেঁটে ঘোরেন। ফুলমালায় তাঁকে স্বাগত জানান তৃণমূল কর্মী-সমর্থকেরা। স্থানীয়রা মিষ্টিও খাওয়ান। প্রচারকালীন সাংবাদিকদের বলেন, দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন, অবিলম্বে বিজেপির কোনও নেতা যেন ওঁকে মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। ওরা না পারলে তিনি নিজের খরচেই দিলীপকে মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে পারেন। পাশাপাশি দিলীপকে বিজেপির শোকজ প্রসঙ্গকে কটাক্ষ করে বলেন, ওটা মোদির গ্যারান্টির মতো। প্রচারে কীর্তির সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার, ছাত্র সভাপতি স্বরাজ ঘোষ, মহিলা সভাপতি শিখা সেনগুপ্ত।