পাহাড়বাসী বোঝালেন তাঁরা গোপালকেই চান

বৃহস্পতিবার দার্জিলিংয়ের প্রার্থী গোপাল লামার মনোনয়ন জমা দেওয়ার চিত্র প্রমাণ করে দিয়েছে পাহাড়বাসীরা তাঁকেই চান।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : এ যেন উৎসব! গোটা পাহাড়বাসী ঝাণ্ডা হাতে শামিল বর্ণাঢ্য মিছিলে। বৃহস্পতিবার দার্জিলিংয়ের প্রার্থী গোপাল লামার মনোনয়ন জমা দেওয়ার চিত্র প্রমাণ করে দিয়েছে পাহাড়বাসীরা তাঁকেই চান। দার্জিলিং সমতলের শিলিগুড়ি থেকে তৃনমূল নেতৃত্বদের উপস্থিতি ও বিজিপিএম- এর ব্যাপক সমর্থনে তৃণমূল প্রার্থী গোপাল লামা মনোনয়ন জমা করেন দার্জিলিং-এর জেলা শাসকের কাছে। এদিন সকাল হতেই শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে মহাকাল মন্দিরে জমায়েত হতে থাকল সমর্থকরা।

আরও পড়ুন-জগদীশের জনসংযোগ

৮টা নাগাদ পাহাড়বাসীর বিশ্বস্ত মহাকাল মন্দিরে পুজো দিয়ে দিনের শুভ সূচনা করেন তৃণমূল প্রার্থী গোপাল লামা। বিজেপিএম-এর সভাপতি তথা জিটিএ সিইও অনিত থাপা এবং তৃণমূল দার্জিলিং জেলা সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ একঝাঁক নেতৃত্ব উপস্থিত ছিলেন। দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব-কে সামনে রেখেই পাহাড়ের চৌ রাস্তায় জন সভা হয়। এরপর তৃণমূল নেতৃত্বরা প্রথম সারিতে থেকে পাহাড় পরিক্রমা করে প্রার্থীকে নিয়ে মনোনয়ন দাখিলের দিকে দার্জিলিং জেলাশাসক দপ্তরে এগিয়ে যান। মহাকাল মন্দির থেকে চৌরাস্তার জনসভা এমনকি মিছিলের মাঝে পাহাড়বাসি জনগণের ব্যাপক উন্মাদনা নজরে আসে প্রার্থীকে কেন্দ্র করে। সাতসকালে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় গোটা ম্যাল জুড়ে পাহাড়বাসীর উপচে পড়া ভিড় নজরে আসে। চারিদিকে প্রার্থীর সমর্থনে দলীয় ঝান্ডা আর গিজগিজে মাথায় ভরে ওঠে বৃষ্টিস্নাত শীতল পাহাড়। লাগাতার দার্জিলিং এই বৃষ্টি চলছে। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন মানুষের ঢল নামে প্রার্থীর সমর্থনে। দলীয় ঝান্ডা তার সঙ্গে প্রার্থীকে তিলক করে মালা পড়িয়ে পাহারবাসী জনগণ তাকে অভিবাদন জানায় রাস্তা জুড়ে। বাদ্যযন্ত্র সহযোগে গানের তালে গোর্খা ভূমিপুত্র তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে সুর তোলে পাহাড়। অনিত থাপা চৌরাস্তায় জনসভা মঞ্চ থেকে বিদায়ী সাংসদ রাজুর মিথ্যা প্রতারণা ও প্রতিশ্রুতির বিরুদ্ধে ইনসাফের লড়াইয়ে ডাক দেন পাহাড়বাসীর উদ্দেশ্যে। তিনি বলেন রাজু ডাহা ফেল করেছে। বিগত পাঁচ বছরে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। গোর্খাদের সঙ্গে প্রতারণা করেছে রাজু বিস্ত। তাই বিজেপিকে আর ভোট নয়।

Latest article