কিছুদিন আগেই শিলং সফরে গিয়ে ঐতিহ্যবাহী খাসি পোশাক পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সেই পোশাক নিয়ে তির্যক মন্তব্য করে টুইট করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। সেই নিয়েই তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক।
আরও পড়ুন-জব কার্ড: পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতাকে ধুয়ে দিল তৃণমূল
নরেন্দ্র মোদিকে নিশানা করে কীর্তি লেখেন, ‘না নর, না নারী, তিনি কেবল ফ্যাশনের পূজারী।’ কীর্তির এই টুইটের পরেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস মেঘালয়ের সংস্কৃতির অসম্মান করেছে। বিজেপি আদিবাসী মোর্চার তরফেও তৃণমূলের সমালোচনা করা হয়েছে।
মেঘালয়ে বর্তমানে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আগামী বছর এই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে কীর্তির এই রকম মন্তব্যকে যে বিজেপির তরফে হাতিয়ার বানানো হবে, সেটা ধরেই নেওয়া যায়। কীর্তি আজাদের দাবি, তিনি প্রধানমন্ত্রীর পোশাকের অসম্মান করছিলেন না, বরং তিনি মোদীর ফ্যাশনের বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন। বিতর্ক সত্ত্বেও তিনি সেই টুইট ডিলিট করেননি। এই আবহে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করে পরিষ্কার করে দেওয়া হয় যে কীর্তি আজাদের মন্তব্য কোনমতেই সমর্থনযোগ্য নয়। টুইট বার্তায় লেখা হয়, ‘আমরা ভারতের বৈচিত্র্য বজায় রাখি এবং আমাদের দেশের প্রাণবন্ত সংস্কৃতিকে সম্মান করি। গর্বিতভাবে, আমরা বিভিন্ন মানুষের জাতিগত ঐতিহ্য উদযাপন করি। আমরা এই ধরণের মন্তব্য সমর্থন করি না। এই মন্তব্যের তীব্র নিন্দা করি। তার বক্তব্যে দলের মতামতের প্রতিফলন নেই।’
We uphold India’s diversity & respect the vibrant culture of our nation.
Proudly, we celebrate the ethnic traditions of diverse people and strive to empower them.
We do not support @KirtiAzaad’s comments & strongly condemn it. His remarks do not reflect the party’s views.
— All India Trinamool Congress (@AITCofficial) December 22, 2022