উমেশ-অশ্বিনের দাপটে চাপে বাংলাদেশ

উনাদকট আবার মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন নজির গড়ছেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর।

Must read

ঢাকা, ২২ ডিসেম্বর : মিরপুর টেস্টের প্রথম দিনেই ভাল জায়গায় ভারত। সৌজন্যে উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। দু’জনেই নিলেন চারটে করে উইকেট। বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব আল হাসান। উদ্দেশ্য ছিল, স্কোরবোর্ডে বড় রান তুলে ভারতীয়দের চাপে রাখা। কিন্তু উমেশ-অশ্বিন জুটির দাপটে মাত্র ২২৭ রানেই শেষ বাংলাদেশের ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৯ রান করেছে ভারত। কে এল রাহুল ৩ রানে ও শুভমন গিল ১৪ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন-কীর্তি আজাদের মন্তব্য সমর্থনযোগ্য নয়, টুইট বার্তায় স্পষ্ট করে দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

তবে এমন দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। চট্টগ্রাম টেস্টের সেরা কুলদীপ যাদবকে এই ম্যাচে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর তরজা। সকালে টস করার সময় কে এল রাহুল জানান, কুলদীপের পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকট। কারণ হিসেবে ভারত অধিনায়কের ব্যাখ্যা, ‘‘প্রথম সেশনে পিচ কিছুটা ভিজে থাকবে, তাই একজন বাড়তি পেসার নেওয়া হয়েছে। অশ্বিন আর অক্ষর (প্যাটেল) স্পিনারের কাজটা ঠিক চালিয়ে নেবে।’’

আরও পড়ুন-জব কার্ড: পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতাকে ধুয়ে দিল তৃণমূল

উনাদকট আবার মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন নজির গড়ছেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এর পরেই দল থেকে ছিটকে যান। নেই নেই করে ১২ বছর পর নিজের দ্বিতীয় টেস্ট খেললেন সৌরাষ্ট্রের পেসার। যা ভারতীয় ক্রিকেটে নতুন রেকর্ড। তবে উনাদকটই বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দেন। তাঁর হঠাৎ করে লাফিয়ে ওঠা বলে আউট হন জাকির হোসেন (১৫)। এটি উনাদকটের প্রথম টেস্ট উইকেট। পরে আরও একটা উইকেট নিলেন তিনি। বাংলাদেশের আরেক ওপেনার নাজমুল হোসেনকে (২৪) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন অশ্বিন। ১৬ রান করে উমেশের শিকার হন শাকিব।

আরও পড়ুন-কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, ৬ জেলায় জমি অধিগ্রহণ নিয়ে জেলাশাসকদের মতামত জানতে চেয়েছেন মুখ্যসচিব

নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও, একটা প্রান্ত আটকে রেখেছিলেন মোমিনুল হক। বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক নিজের শেষ দশ ইনিংসে একবারও দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তাই বাদ পড়ে গিয়েছিলেন। যদিও দলে ফিরেই ৮৪ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন মোমিনুল। তাঁর ১৫৭ বলের ইনিংস সাজানো ছিল এক ডজন চার ও ১টি ছয় দিয়ে। তবে মোমিনুল ছাড়া আর কেউই রান পেলেন না। মুশফিকুর রহিম (২৬), লিটন দাস (২৫), মেহেদি হাসানরা (১৫) সেট হয়েও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। শুক্রবারের প্রথম সেশনটা বাংলাদেশের কাছে খুব গুরুত্বপূর্ণ। লাঞ্চের আগে ভারতের কয়েকটা উইকেট তুলে নিতে না পারলে, শাকিবদের উপর চাপ আরও বেড়ে যাবে। অন্যদিকে, যতক্ষণ ক্রিজে ছিলেন, রাহুল ও শুভমনকে নড়বড়ে দেখিয়েছে। শাকিবের বলে কয়েকবার আউট হতে হতে বেঁচে যান দু’জনেই।

Latest article