কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
বার্সেলোনার পথে ট্রেন থেকে: লা লিগার সঙ্গে চুক্তি হয়েছিল বৃহস্পতিবার। বাংলায় তারা আধুনিক ফুটবল অ্যাকাডেমি করতে চায়। সেজন্য ডেডিকেটেড স্টেডিয়ামও চাওয়া হয়েছিল লা লিগা কর্তৃপক্ষের তরফে। মুখ্যমন্ত্রীও এনিয়ে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছিলেন। মাদ্রিদ থেকে বার্সিলোনা যাওয়ার পথে সচিব এবং আধিকারিকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামই দেওয়া হবে লা লিগাকে।
আরও পড়ুন-দুরন্ত জয় ডায়মন্ড হারবার এফসির, এক্সে শুভেচ্ছা অভিষেকের
এর জন্য দ্রুত যে যে পদক্ষেপ করার দরকার তা স্পেন থেকেই শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছেন দফতর ও আধিকারিকদের। খুব শীঘ্রই কিশোর ভারতী স্টেডিয়ামের চেহারা যে পাল্টে যেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলার ফুটবলে নিঃসন্দেহে এই ঘটনা মাইলস্টোন হয়ে থাকবে।