প্রতিবেদন : ৭ কোটির সামান্য কিছু বেশি অর্থ নিয়ে নিলাম টেবলে বসবেন কলকাতা নাইট রাইডার্সের (Auction- KKR) কর্তারা। মিনি নিলামে সব থেকে কম বাজেট কেকেআর-এর। এই পুঁজিতেই ফাঁকফোকর ভরাট করতে হবে কিং খানের দলকে।
সম্প্রতি ট্রেডিং উইন্ডোতে দিল্লি ক্যাপিটালস থেকে ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে দলে নিয়েছে কেকেআর। সঙ্গে গুজরাট লায়ন্স থেকে ফেরানো হয়েছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসনকে। আফগানিস্তানের ওপেনার রহমতুল্লা গুরবাজকেও ট্রেডিং থেকে নিয়েছে নাইটরা। কিন্তু তাঁর সঙ্গী ওপেনার অথবা একজন ভারতীয় টপ অর্ডার ব্যাটারকে নিলাম থেকে নিতে হবে কেকেআরকে।
আরও পড়ুন-আজ কোচিতে আইপিএলের মিনি নিলাম
অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়াও নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, উমেশ যাদব, টিম সাউদিরা রয়েছেন। স্পিন বিভাগে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আছেন। কিন্তু সাত কোটির শিবম মাভিকে ছেড়ে দেওয়ায় ডেথ ওভারে দক্ষ একজন ভারতীয় পেসারও প্রয়োজন নাইটদের। শার্দূলের ব্যাটের হাত ভাল হলেও ডেথ ওভারে কতটা ভরসা দিতে পারবেন দলকে, তা নিয়ে সন্দেহ থাকছেই। স্যাম বিলিংস থাকছেন না আইপিএলে। শেলডন জ্যাকসন, বাবা ইন্দ্রজিৎকে ছেড়ে দেওয়ায় কেকেআরে একজন দক্ষ উইকেটকিপার-ব্যাটসম্যান প্রয়োজন। তিনি বিদেশি বা ভারতীয় হতে পারেন। কিন্তু অল্প পুঁজিই দলের ফাঁকফোকর ভরাট করার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে পারে।
কেকেআরে (Auction- KKR) এখন চারজন পেসার ও দুই স্পিনার নিয়ে মোট ১৪ জন খেলোয়াড় রয়েছেন। নিলাম থেকে আরও ১১ জন নেওয়া যাবে। অল্প বাজেট নিয়ে কীভাবে নিলামে দলের ভারসাম্য রক্ষা করতে পারে নাইট ম্যানেজমেন্ট সেদিকে নজর থাকবে সবার। নাইটদের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। ভারতের ঘরোয়া ক্রিকেটকে হাতের তালুর মতো চেনা কোচের মগজাস্ত্রে ভরসা রাখছে কেকেআর।